দীর্ঘদিন ধরেই রাস্তা সমস্যায় ভুগছিলেন সাধারণ মানুষ তারই মধ্যে টানা নিম্নচাপের বৃষ্টিতে জলে নাজেহাল কামারহাটির বিভিন্ন এলাকার ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় জল দু’সপ্তাহর বেশি দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়রা পড়েছেন বিপাকে, জমা জলের পচা গন্ধ এবং রোগ জীবাণু ছড়াচ্ছে বহু জায়গায়। জলের মধ্যে দিয়েই বিপজ্জনক ভাবে চলছে বড় গাড়ি থেকে শুরু করে টোটো অটো একাধিক যান চলাচল। অল্প বৃষ্টি হলেই পানিহাটি ও কামারহাটি অঞ্চলের বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। এবং প্রত্যেক বছরই এই জমা জলের সমস্যা সৃষ্টি হয়।
advertisement
এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা জানান, “অতিরিক্ত বৃষ্টির ফলে খাল-নদী-নালা ইতিমধ্যেই উপচে উঠেছে। যতক্ষণ না খাল জল নিতে পারছে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আমরা মানুষের দুর্দশা বুঝতে পারছি। গত ৩০ বছর জল যন্ত্রণায় ভুগেছি, এখন অনেকটাই উন্নতি হয়েছে রাস্তা, নালা খালের, কিন্তু অতি বৃষ্টিতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু এখন স্থানীয়দের একটাই প্রশ্ন—স্থায়ী সমাধান কবে? এই জল যন্ত্রণার সমাধান বা কোথায়? প্রশাসন কী নেবে এর কোন দায়িত্ব? এখন দেখার এটাই যে এই নরক যন্ত্রণা থেকে কামারহাটি বাসীর মুক্তি আদৌ সম্ভব কিনা!
শুভজিৎ সরকার