TRENDING:

অদ্ভুতুড়ে কান্ড...! বারবার টেন্ডার পাশ হলেও কাজে লবডঙ্কা, অজ্ঞাত কারণে এই এলাকায় বন্ধ রাস্তা সারাই

Last Updated:

বহু বছর ধরেই বেহাল রাস্তা, বিভিন্ন এলাকার বহুবার টেন্ডার পাশ হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতির কাজ অর্ধেকই থেকে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কামারহাটি: বছরের পর বছর বেহাল রাস্তা, তার মধ্যেই টানা নিম্নচাপের বৃষ্টিতে সপ্তাহখানেকধরে জল যন্ত্রণায় কামারহাটির বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তির শিকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী। বহু বছর ধরেই বেহাল রাস্তা, কামারহাটির বিভিন্ন এলাকার বহুবার টেন্ডার পাশ হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতির কাজ অর্ধেকই থেকে গেছে।
advertisement

দীর্ঘদিন ধরেই রাস্তা সমস্যায় ভুগছিলেন সাধারণ মানুষ তারই মধ্যে টানা নিম্নচাপের বৃষ্টিতে জলে নাজেহাল কামারহাটির বিভিন্ন এলাকার ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কিছু কিছু এলাকায় জল দু’সপ্তাহর বেশি দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়রা পড়েছেন বিপাকে, জমা জলের পচা গন্ধ এবং রোগ জীবাণু ছড়াচ্ছে বহু জায়গায়। জলের মধ্যে দিয়েই বিপজ্জনক ভাবে চলছে বড় গাড়ি থেকে শুরু করে টোটো অটো একাধিক যান চলাচল। অল্প বৃষ্টি হলেই পানিহাটি ও কামারহাটি অঞ্চলের বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়‌। এবং প্রত্যেক বছরই এই জমা জলের সমস্যা সৃষ্টি হয়।

advertisement

আরও পড়ুন: মাসে মাসে কড়কড়ে ১০ হাজার টাকা…! সামান্য প্রশিক্ষণ নিয়েই বাজিমাত, ফুলেফেঁপে উঠছে মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’

এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা জানান, “অতিরিক্ত বৃষ্টির ফলে খাল-নদী-নালা ইতিমধ্যেই উপচে উঠেছে। যতক্ষণ না খাল জল নিতে পারছে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আমরা মানুষের দুর্দশা বুঝতে পারছি। গত ৩০ বছর জল যন্ত্রণায় ভুগেছি, এখন অনেকটাই উন্নতি হয়েছে রাস্তা, নালা খালের, কিন্তু অতি বৃষ্টিতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কিন্তু এখন স্থানীয়দের একটাই প্রশ্ন—স্থায়ী সমাধান কবে? এই জল যন্ত্রণার সমাধান বা কোথায়? প্রশাসন কী নেবে এর কোন দায়িত্ব? এখন দেখার এটাই যে এই নরক যন্ত্রণা থেকে কামারহাটি বাসীর মুক্তি আদৌ সম্ভব কিনা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভজিৎ সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অদ্ভুতুড়ে কান্ড...! বারবার টেন্ডার পাশ হলেও কাজে লবডঙ্কা, অজ্ঞাত কারণে এই এলাকায় বন্ধ রাস্তা সারাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল