মাসে মাসে কড়কড়ে ১০ হাজার টাকা...! সামান্য প্রশিক্ষণ নিয়েই বাজিমাত, ফুলেফেঁপে উঠছে মহিলাদের 'লক্ষ্মীর ভান্ডার'

Last Updated:

পাথরপ্রতিমার লক্ষীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে শতাধিক মহিলাকে এই প্রশিক্ষণ দিয়ে কাজ করানো হচ্ছে।

+
স্বনির্ভর

স্বনির্ভর সুন্দরবনের মহিলারা

পাথরপ্রতিমা: এবার সুন্দরবনের দ্বীপাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হচ্ছে সেলাইয়ের প্রশিক্ষণ। ইতিমধ্যেই পাথরপ্রতিমার লক্ষীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে শতাধিক মহিলাকে এই প্রশিক্ষণ দিয়ে কাজ করানো হচ্ছে।
এই সমস্ত মহিলারা স্কুলের পোশাক তৈরি করছে। এছাড়াও একাধিক পোশাক তৈরির কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। যার ফলে প্রত্যন্ত এলাকার মহিলারাও প্রতিমাসে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করে সংসার চালানোর পাশাপাশি নিজেদের হাতখরচের টাকাও পাচ্ছেন।
advertisement
advertisement
এ নিয়ে অনুরাধা সামন্ত নামের এক কারিগর জানিয়েছেন, “পড়াশোনা করার পাশাপাশি এই কাজ করছেন তিনি। ফলে হাতে টাকা থাকছে। পরিবারেও টাকা দিতে পারছেন ফলে খুব উপকার হচ্ছে।” সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার ও রবিবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর এখান থেকেই কাজ দেওয়া হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ ২৪ পরগনার এলাকার পিছিয়ে পড়া মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে কেউ এখানে এসে প্রশিক্ষণ নিতে পারবেন। এ নিয়ে প্রভাবতী প্রধান নামের এক মহিলা জানিয়েছেন, এখানে তার মত অনেক মেয়ে আছে। ফলে সময় কেটে যাচ্ছে‌। অসুবিধা হচ্ছে না। ফলে খুবই ভাল লাগছে। পাথরপ্রতিমার মত সাগরেও এরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেখানেও মহিলারা প্রশিক্ষণ নিচ্ছেন।
advertisement
এই বিষয়ে সমবায় সমিতির ম্যানেজার যুধিষ্ঠির মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই টেইলারিং সেন্টারটি উদ্বোধন হওয়ায় অনেক মহিলা আসছে। কাজ শিখছে, তারপর নিজেরাই কাজ করছেন। ফলে সমবায় সমিতির যেমন লাভ হচ্ছে, তেমন তাঁরাও স্বনির্ভর হচ্ছেন। ফলে উপকৃত হচ্ছেন সকলেই।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাসে মাসে কড়কড়ে ১০ হাজার টাকা...! সামান্য প্রশিক্ষণ নিয়েই বাজিমাত, ফুলেফেঁপে উঠছে মহিলাদের 'লক্ষ্মীর ভান্ডার'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement