TRENDING:

Paschim Bardhaman News : পাইপ লাইনের সমস্যা, শীতেও জলমগ্ন ব্যস্ত রাস্তা

Last Updated:

ভারী গাড়ি চলাচল করার ফলে বারবার জলের পাইপ লাইন ফেটে যাচ্ছে বলে অভিযোগ। অস্থায়ীভাবে বার দুয়েক মেরামত করা হলেও সমস্যার সুরাহা হয়নি। তারপর এই সমস্যা আরও বেড়েছে। শীতকালেও কার্যত জলমগ্ন হয়ে রয়েছে ওই ব্যস্ত রাস্তাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়, পশ্চিম বর্ধমান : রাস্তার নিচে পানীয় জলের পাইপ ফেটে জলমগ্ন পানাগড় বাজারের রাইসমিল রোড। গত বুধবার সকাল থেকে স্থানীয়রা দেখতে পান রাস্তার নিচ থেকে জল বের হতে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ প্রায় এক মাস ধরে পানাগড়ের রাইসমিল রোডে মাটির নিচে জলের পাইপলাইন ফেটে যায়। আগে অল্প জল বের হলেও এদিন সকাল থেকে প্রচণ্ডগতিতে পানীয় জল বের হতে শুরু করেছে।
advertisement

স্থানীয়রা অভিযোগ তুলছেন, কয়েক দিন ধরে একভাবে অপচয় হচ্ছে পানীয় জল। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে স্থানীয়ানানান ধরনের অভিযোগ তুলেছেন। প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে তাদেরগলায়। কেউবলেছেন, যেখানে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য কাজ হচ্ছে। সেখানে এভাবে অপচয় হচ্ছে পানীয় জল।

advertisement

আরও পড়ুন: আধার সংশোধনের নামে চাওয়া হচ্ছে বাড়তি টাকা! তুঙ্গে ক্ষোভ

স্থানীয়রা বলছেন, পানাগড় রাইস মিল অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। এখানে সাধারণ মানুষের যাতায়াতের যেমন চাপ থাকে, তেমনভাবেই চাপ থাকে বিভিন্ন গাড়ি চলাচলের। আর ভারিগাড়ি চলাচল করার ফলে বারবার জলের পাইপ লাইন ফেটে যাচ্ছে । অস্থায়ীভাবে বার দুয়েক মেরামত করা হলেও সমস্যার সুরাহা হয়নি। তারপর এই সমস্যা আরও বেড়েছে। শীতকালেও কার্যত জলমগ্ন হয়ে থাকছেওই ব্যস্ত রাস্তাটি।

advertisement

View More

স্থানীয়রা চাইছেন, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মুক্তি মিলুক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, কাজ শুরু হয়েছে। খুব দ্রুত এই পাইপলাইনটি স্থায়ীভাবে মেরামত করা হবে। যাতে এই এলাকাটিকে জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করা যায়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি যাতে পানীয় জল

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নষ্ট না হয়, তার জন্য কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Bardhaman News : পাইপ লাইনের সমস্যা, শীতেও জলমগ্ন ব্যস্ত রাস্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল