আরও পড়ুন: বাবা ক্যানসার রোগী,মা সেলাইকর্মী…ছেলে উচ্চ মাধ্যমিকে ৯৩.৪%! সাফল্যের স্বপ্নে অবিচল সাগর
কারণে অকারণে গাছ কাটার ঘটনা তো রয়েছে। জেলাতে কলকারখানার বার বারন্ত, রাস্তা সম্প্রসারনে কাটা পড়ছে গাছ। এরই মধ্যে ধুলাগড়-ফটিকগাছি কয়েক কিলোমিটার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ আরও চিন্তায় ফেলছে পরিবেশকর্মীদের। কয়েক কিলোমিটার এই রাস্তার দুই পাশে থাকা অসংখ্য গাছ কাটা পড়বে। রাস্তার দুইপাশারী গাছ প্রায় নিশ্চিহ্ন হবে রাস্তা সম্প্রসারণে।
advertisement
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা
কয়েক বছর আগে আম্ফানে বড় বড় গাছ ভেঙে ও উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি। তারপর আবার ধাক্কা বড় ধাক্কা গাছে। হাওড়া শহর থেকে গ্রাম সর্বত্রসবুজ ধ্বংসের ঘটনা দারুন ভাবে চলছে। এর মধ্যে জলাভূমি ভরাট করে কলকারখানা তৈরি এবং গাছ কেটে রাস্তা সম্প্রসারণ হাওড়া জেলার প্রকৃতির জন্য ভয়ঙ্কর।
পরিবেশ কর্মীরা বিষয় মনে করছেন আরও বেশি পরিকল্পনার প্রয়োজন রয়েছে। যেমন উন্নয়ন প্রয়োজন সেই সঙ্গে, প্রকৃতির রক্ষার দিক ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। হাওড়া জেলার নন ফরেস্ট জোন হলেও এখানের বসবাস করা বন্যপ্রাণীদের গুরুত্ব অনেক।