India Bangaldesh Drone: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
আকাশে রাতে একাধিক বাসিন্দা উজ্জ্বল আলোযুক্ত একটি বস্তুকে ঘোরাফেরা করতে দেখেন। তাঁদের দাবি, সেটি একটি ড্রোন ছিল এবং তা বেশ কিছুক্ষণ ধরে গ্রাম সংলগ্ন আকাশে ঘুরে বেড়ায়।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী স্যান্ডেল বিল গ্রামে ফের একবার ড্রোন দেখার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর অবস্থিত এই অঞ্চলের আকাশে রাতে একাধিক বাসিন্দা উজ্জ্বল আলোযুক্ত একটি বস্তুকে ঘোরাফেরা করতে দেখেন। তাঁদের দাবি, সেটি একটি ড্রোন ছিল এবং তা বেশ কিছুক্ষণ ধরে গ্রাম সংলগ্ন আকাশে ঘুরে বেড়ায়।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়। তড়িঘড়ি করে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা এবং বিএসএফ-এর ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঘটনাস্থলে আসেন এবং গোটা এলাকায় তল্লাশি শুরু করেন। ড্রোনটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এই সীমান্ত অঞ্চলে উড়ে বেড়াচ্ছিল—সে বিষয়েই তদন্তে নেমেছে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী।
advertisement
advertisement
প্রসঙ্গত, এটি এই প্রথম নয়। কিছুদিন আগেই হিঙ্গলগঞ্জের কাটাখাল ব্রিজ এলাকায় সন্ধ্যার সময় কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্তের দিক থেকে আসা একাধিক উজ্জ্বল আলোর উৎস লক্ষ্য করেন। স্থানীয়দের দাবি, সেগুলিও ড্রোনই ছিল। বিষয়টি পুলিশ ও বিএসএফকে জানানো হলে, তারাও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। ড্রোন নজরদারির এই প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangaldesh Drone: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা