South 24 Parganas News: উত্তাল আবহাওয়ায় জারি হল সতর্কতা! শুক্রবার পর্যন্ত নদী ও সমুদ্রে না নামার পরামর্শ প্রশাসনের

Last Updated:

উত্তাল আবহাওয়ার জেরে শুক্রবার পর্যন্ত নদী ও সমুদ্রে না নামতে পরামর্শ দিচ্ছে প্রশাসন। প্রশাসনের এই সতর্কবার্তা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা থেকে ভিন রাজ্যের পর্যটকরাও।<br><br>

+
জলপথেও

জলপথেও চলছে প্রচার 

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: উত্তাল আবহাওয়ার জেরে শুক্রবার পর্যন্ত নদী ও সমুদ্রে না নামতে পরামর্শ দিচ্ছে প্রশাসন। প্রশাসনের এই সতর্কবার্তা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা থেকে ভিন রাজ্যের পর্যটকরাও।
এদিকে শুক্রবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। যদিও এই মুহূর্তে গভীর সমুদ্রে মাছ ধরার উপরে দু’মাসের ব্যান পিরিয়ড চলছে।ফলে সমস্ত ট্রলার ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, পাথরপ্রতিমা ও রায়দিঘির ঘাটে নোঙর করা রয়েছে।
advertisement
advertisement
নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত ও অমাবস্যার কটালের জোড়া ফলায় জলস্তর বেড়ে নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভবনা প্রবল। ফলে উপকূল এলাকায় নতুন করে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।
advertisement
এ নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে। নদী ও সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় বেহাল ও দুর্বল নদীবাঁধ উপচে নোনা জলে প্লাবনের আশঙ্কায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দাদের মধ্যে। প্রশাসনের এই কাজে খুশি সকলে। যদিও এই প্রচারের ফলে বাইরের রাজ্য থেকে আসা পর্যটকরা এবং সমুদ্রে ঘুরতে যাওয়া পর্যটকেরা কিছুটা হলেও মুষড়ে পড়েছেন। এখন বিপর্যয় কাটার অপেক্ষায় রয়েছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উত্তাল আবহাওয়ায় জারি হল সতর্কতা! শুক্রবার পর্যন্ত নদী ও সমুদ্রে না নামার পরামর্শ প্রশাসনের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement