বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ধবাগোড়া গ্রামের আশাপাশে বেলেপাথর, রাজুডি, উত্তর কমলপুর, বেলারুমা সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। সম্প্রতি ধবাগোড়া গ্রাম থেকে ৩০০ মিটার দূরে একটি ফাঁকা জায়গায় মুরুগির লেয়ার খামার তৈরির পরিকল্পনা করে একটি বেসরকারি সংস্থা। এর জন্য স্থানীয় প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্রও পেয়ে যায় তারা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: এখন থেকেই ভোট বয়কটের ডাক! কারা দিল জানেন? কারণ জানলে আরও চমকে উঠবেন
গ্রামবাসীদের দাবি, ধবাগোড়া গ্রাম থেকে মাত্র ৩০০ মিটার দূরে ওই খামার তৈরির করা হলেও, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্রকল্পের ছাড়পত্র আদায় করে নিয়েছে বেসরকারি সংস্থাটি। ওই জায়গায় মুরুগির লেয়ার খামার তৈরি হলে শুধু ধবাগোড়া গ্রামই নয়, দূষণের জেরে আশপাশের বেলেপাথর, রাজুডি, উত্তর কমলপুর ও বেলারুমা সহ বেশ কয়েকটি গ্রাম মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে বলে অভিযোগ। এতে গ্রামের কয়েক হাজার পরিবারের জীবন ও জীবিকার স্বার্থহানি হবে।
আরও পড়ুন: অন্যের ভরসা ছেড়ে নিজেরাই হাতে কোদাল তুলে নিলেন গ্রামবাসীরা, বদলে গেল রাস্তার চেহারা
অবিলম্বে ওই প্রকল্পের অনুমোদন বাতিলের দাবি তুলে বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল থমকে যায়।