Vote Boycott: এখন থেকেই ভোট বয়কটের ডাক! কারা দিল জানেন? কারণ জানলে আরও চমকে উঠবেন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
“NO ROAD, NO VOTE” ব্যানার নিয়ে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামল জলপাইগুড়ির বাসিন্দারা। জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এইভাবে প্রতিবাদ জানান
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোট বয়কটের ডাক। “NO ROAD, NO VOTE” ব্যানার নিয়ে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামল জলপাইগুড়ির বাসিন্দারা। জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পরিষ্কার জানিয়েছেন, এলাকার বেহাল রাস্তা সারাই না হলে তাঁরা একযোগে ভোট বয়কট করবেন। বছরের পর বছর বেহাল অবস্থায় আছে ৫ নম্বর ঘুমটি থেকে সিংহ বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
advertisement
advertisement
advertisement
advertisement