Poor Road Repair: অন্যের ভরসা ছেড়ে নিজেরাই হাতে কোদাল তুলে নিলেন গ্রামবাসীরা, বদলে গেল রাস্তার চেহারা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
গ্রামের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন খোদ গ্রামবাসীরাই। নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে লেগে পড়লেন গ্রামের রাস্তা সংস্কারের কাজে
পুরুলিয়া, শান্তনু দাস: কারোর ভরসায় না থেকে নিজেদের সমস্যার সমাধানে এবার এগিয়ে এলেন নিজেরাই। গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে গ্রামের বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েতের পাথরডিহা গ্রামে দেখা গেল এই দৃশ্য।
গ্রামের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন খোদ গ্রামবাসীরাই। নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে লেগে পড়লেন গ্রামের রাস্তা সংস্কারের কাজে। গ্ৰামের পুরুষদের পাশাপাশি রাস্তা সংস্কারের কাজে হাত লাগান মহিলারাও।
আরও পড়ুন: অহঙ্কারের চুল সর্বসমক্ষে স্বেচ্ছায় কেটে ফেললেন দুই মহিলা! কারণ জানলে আপনিও খুশি হবেন
এমন উদ্যোগ নেওয়া প্রসঙ্গে গ্রামবাসীদের জানিয়েছেন, প্রায় গত দু’বছর ধরে গ্রামের এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। সামান্য একটু বৃষ্টি হলেই গ্রামের রাস্তা যেন পুকুরের চেহারা নেয়। রাস্তার যেখানে সেখানে গর্তে জল জমে যাতায়াতের জন্য পুরোপুরি অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। শুধু তাই নয়, গ্রামের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের।
advertisement
advertisement
গ্রামবাসীরা আরও জানান, এই রাস্তা দিয়েই ছেলে-মেয়েরা প্রতিদিন স্কুলে যায়। এদিকে রাস্তার কাদাজলে নোংরা হয়ে যায় স্কুলের জামাকাপড়। মাঝেমধ্যে দুর্ঘটনারও সম্মুখীন হতে হয় ছোট ছোট পড়ুয়াদের। এই নিয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই গ্রামবাসীরা নিজেরাই অর্থ সংগ্রহ করে রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত নেন। আপাতত নিজেরা অর্থ খরচ করে পরিস্থিতি সামাল দিলেও স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের উপরেই ভরসা রাখছেন গ্রামের বাসিন্দারা। এখন দেখার কবে স্থায়ীভাবে এই রাস্তার সরাইয়ের উদ্যোগ নেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 2:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poor Road Repair: অন্যের ভরসা ছেড়ে নিজেরাই হাতে কোদাল তুলে নিলেন গ্রামবাসীরা, বদলে গেল রাস্তার চেহারা