Hair Donation: অহঙ্কারের চুল সর্বসমক্ষে স্বেচ্ছায় কেটে ফেললেন দুই মহিলা! কারণ জানলে আপনিও খুশি হবেন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
ক্যান্সার আক্রান্তদের মাথার চুল হারানোর কষ্ট যাতে কিছুটা হলেও লাঘব করা যায় সেই বিষয়ে সর্বত্র বিভিন্ন উদ্যোগ চোখে পড়ছে। মহিলারা নিজেদের চুল দিয়ে মানবিকতার নজির গড়ছেন
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার একটি অন্যতম পর্ব হল কেমোথেরাপি। আর এই কেমোথেরাপি দিলে বেশিরভাগেরই মাথার চুল উঠে যায়। এই বিষয়টি বিশেষ করে মহিলাদের কাছে অত্যন্ত মানসিক যন্ত্রণার দিক হয়ে দাঁড়ায়। সেই তাঁদের চুল হারানোর যন্ত্রণা লাঘবের জন্য মাথার চুল দান এখন বেশ প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মহতী উদ্যোগে এবার শামিল হলেন মেদিনীপুরের মহিলারাও।
ক্যান্সার আক্রান্তদের মাথার চুল হারানোর কষ্ট যাতে কিছুটা হলেও লাঘব করা যায় সেই বিষয়ে সর্বত্র বিভিন্ন উদ্যোগ চোখে পড়ছে। মহিলারা নিজেদের চুল দিয়ে মানবিকতার নজির গড়ছেন। এই দান করা চুল দিয়ে ক্যান্সার বা অ্যালোপেসিয়ার মতো অসুস্থতার কারণে চুল হারানো ব্যক্তিদের জন্য একটি উচ্চমানের পরচুলা তৈরিতে ব্যবহৃত হয়। দেখা গিয়েছে এই বিষয়টি আক্রান্তদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রতি তাঁদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনে।
advertisement
আরও পড়ুন: জলমগ্ন ওয়ার্ডে একদিনও আসেননি কেন? প্রশ্ন করতেই পাল্টা শাসানি কাউন্সিলরের! ব্যাপক উত্তেজনা পানিহাটিতে
আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য ঘাটালের মহকুমাশাসকের দফতরে এঘ চুল দানের কর্মসূচিটি নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন দু’জন মহিলা। ঘাটালের আরগোড়ার বাসিন্দা মহাস্বেতা দাস ও চন্দ্রকোনার কঙ্কাবতীর বাসিন্দা পিয়ালি কারক ঘোষ এই দু’জন নিজেদের মাথার চুল ক্যান্সার আক্রান্তদের জন্য স্বেচ্ছায় দান করেন। মহাস্বেতা দাস ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহশিক্ষিকা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এইক্ষেত্রে দান করা চুলের দৈর্ঘ্য ১২ ইঞ্চি বা তার বেশি লম্বা হতে হয়। ওই দুই মহিলা চালিয়েছেন, এইভাবে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hair Donation: অহঙ্কারের চুল সর্বসমক্ষে স্বেচ্ছায় কেটে ফেললেন দুই মহিলা! কারণ জানলে আপনিও খুশি হবেন