TRENDING:

সাতসকালে সরকারি বাসের চাকায় চিঁড়ে চ্যাপ্টা টোটো, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু

Last Updated:

ধামাখালি থেকে একটি সরকারি বাস সরবেড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। তবে দুর্ঘটনার পরই গাড়ি না থামিয়ে চালক বাস নিয়ে পালিয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: সাত সকালে সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের, গুরুতর আহত আরও এক। ঘটনাটি সন্দেশখালি থানার ধামাখালি রোডের উপর রামপুর এলাকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই টোটো আরোহীর। আর‌ও একজন টোটো আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধামাখালি থেকে একটি সরকারি বাস সরবেড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। তবে দুর্ঘটনার পরই গাড়ি না থামিয়ে চালক বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত টোটো আরোহীকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: মাঠ ঘিরে প্রাচীর, তোরণ, আলো -সবই তৈরি! কিন্তু এক দাবিতেই থমকে গেল স্টেডিয়াম প্রকল্প

সকালের দিকে রাস্তা ফাঁকা থাকে। সেই সময় বাস লরির মত বড় গাড়ির চালকরা ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি নিয়ে ছুটে চলেন বলে স্থানীয়দের অভিযোগ। এই দুর্ঘটনাটিও সেই কারণে ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাশাপাশি ঘাতক বাসের চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: বুলা চৌধুরীর পর নাট্যশিল্পীর বাড়িতে চুরি! টাকা-গয়না গায়েব, এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে, মৃত দুই টোটো আরোহীর পরিবারে মৃত্যুর খবর গিয়ে পৌঁছলে সকলে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে পৌঁছয়। তারা নিয়মমাফিক মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক বাস চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাতসকালে সরকারি বাসের চাকায় চিঁড়ে চ্যাপ্টা টোটো, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল