দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন। শনিবার সকাল থেকেই বৃষ্টি চলছে পাথরপ্রতিমায়। এমনাবস্থায় রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বাইক আরোহীরা।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ বাণিজ্যে জলঘোলা! কোটি কোটি টাকা লস! মাথায় হাত যেসব ব্যবসায়ীদের
advertisement
স্থানীয়রা দুর্ঘটনার খবর শুনেই ছুটে আসেন সেখানে। ঘটনাস্থল থেকেই তিনজনকে মৃত ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। খবর যায় পাথরপ্রতিমা থানায়। পুলিশ আহত সঞ্জয়কে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর বসিরহাট থেকে পাথরপ্রতিমায় নলকূপ বসানোর কাজে এসেছিলেন তাঁরা। যশোদা মোড়ে এই কাজ চলছিল। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকেও উদ্ধার করা হয়েছে।
নবাব মল্লিক