South 24 Parganas News: ভারত-বাংলাদেশ বাণিজ্যে জলঘোলা! কোটি কোটি টাকা লস! মাথায় হাত যেসব ব্যবসায়ীদের

Last Updated:

South 24 Parganas News: ভারত বাংলাদেশ বাণিজ্যে অবনতি, মাথায় হাত পড়েছে বেশকিছু ব্যবসায়ীদের। কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কায় তারা।

+
শুটকি

শুটকি মাছ

দক্ষিণ ২৪ পরগনা: শুটকি ব্যবসায়ে মন্দা নিয়ে চিন্তায় দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। এই জেলার ফ্রেজারগঞ্জ, লালগঞ্জ, কাকদ্বীপে এই শুটকি বিপুল পরিমাণে প্রস্তুত হলেও রফতানির ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা।
আসলে দক্ষিণ ২৪ পরগনা থেকে বিপুল পরিমাণে মাছ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় রফতানি করা হত। তবে গতবছর থেকে সমস্যা সৃষ্টি হয়েছে রফতানির ক্ষেত্রে অসুবিধা হওয়ায় ব্যবসায় বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে।
advertisement
advertisement
এ নিয়ে ব্যাবসায়ীদের পক্ষ থেকে গৌতম প্রামাণিক জানিয়েছেন, এই সমস্ত এলাকা থেকে কয়েক কোটি টাকার শুটকি মাছ রফতানি হয়ে থাকে। সেই ব্যবসায়ে এখন সমস্যা হচ্ছে। দ্রুত সরকার এই ব্যাপারে পদক্ষেপ করলে ভাল হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
অপরদিকে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা সমস্ত মাছ ধরে নিচ্ছে ফলে শুটকি করার মাছের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন এক শুটকি প্রস্ততকারক দীপক কুমার দাস। এইরকম পরিস্থিতি চলতে থাকলে আগামীদিনে এই ব্যবসায়ে বড় ক্ষতি দেখা দিতে পারে। যা আগামীদিনে সমস্যার সৃষ্টি করবে। তবে আশার কথা বাইরের দেশে রফতানি কমলেও অসম, ত্রিপুরার মত রাজ্যে এই শুটকি এখনও বিপুল পরিমাণে যাচ্ছে। ফলে কিছুটা হলেও আশার আলো দেখছেন মৎস্যজীবীরা‌।
advertisement
নবাব মল্লিক 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ভারত-বাংলাদেশ বাণিজ্যে জলঘোলা! কোটি কোটি টাকা লস! মাথায় হাত যেসব ব্যবসায়ীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement