আরও পড়ুন: এবার সপ্তাহ শেষের ছুটি কাটুক নীলকর সাহেবদের ইকো ট্যুরিজম পার্কে! কলকাতা থেকে কাছেই
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিউটি দেবেন বলে বাইকে করে সৌভিক শাহ ও তপন দাস নামে ওই দুই কনস্টেবল যাচ্ছিলেন। ইসলামপুরের পাহাড়পুর এলাকার নশিপুর হাই মাদ্রাসায় তাঁদের ডিউটি পড়েছিল। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কিছুটা আগে তাঁরা কিছুক্ষনের জন্য রাস্তার পাশে বাইক রেখে দাঁড়িয়েছিলেন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে একটি মুরগি বোঝাই পিক আপ ভ্যান এসে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। স্থানীয়রা দ্রুত তপন দাসকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ওই কনস্টেবলের চিকিৎসা চলছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা গিয়েছে, বছর কয়েক আগে পুলিশের চাকরি পেয়েছিলেন সৌভিক শাহ। এরপর সংসারে স্বচ্ছলতা ফিরেছিল। কিন্তু শনিবার সকালে এক নিমিষেই দুর্ঘটনায় সবকিছু তছনছ হয়ে গেল। শনিবার দুপুরে ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর থানার ব্যারাকে। এদিকে দুর্ঘটনার পর পিক আপ ভ্যানের চালক ও খালাসি পলাতক। তারা উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী