আরও পড়ুন: ৪-৫ বছর ধরে ফ্লাড সেন্টারেই ওদের ‘ঠাঁই’, কচিকাঁচাদের এই হাল শুনলে অবাক হবেন
সোমবার সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পুড়শুড়ার চিলাডাঙি এলাকায়। জানা গিয়েছে, খানাকুল থেকে আরামবাগের দিকে আলু বোঝাই একটি লরি দ্রুতগতিতে আসছিল। সেটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অমর বাগকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অমরবাবু রাজস্থানে সোনা-রুপোর গয়নার কাজ করতেন। বাড়ি ফিরেছিলেন। একটি দরকারে এদিন চিলাডাঙি এলাকায় গিয়েছিলেন। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃতের পরিবার।
শুভজিৎ ঘোষ