গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছিটকে পড়েন সাইকেল আরোহী। তাঁর সাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বজবজ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, ‘বসতে দেবেন, কি দেবেন না?’ এর পর যা হল ট্রেনের কামরায়…!
advertisement
সাপ তাড়া করলে ‘S’ আকৃতিতে দৌড়ানো কি বুদ্ধিমানের কাজ? না জানলে যে সমস্যাটা হয়…বিশেষজ্ঞরা কী বলছেন?
মৃত সাইকেল আরোহীর নাম রাজিব মোল্লা। বাড়ি নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি এলাকায়। জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ কাজের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে চড়িয়ালের দিকে যাচ্ছিলেন তিনি, তখনই ঘটে দুর্ঘটনাটি।
ঘটনার পর দীর্ঘক্ষণ বন্ধ থাকে বজবজ ট্যাঙ্ক রোডে যান চলাচল। পুলিশ ট্রাকটি আটক করেছে, গ্রেফতার করা হয়েছে চালককেও। যদিও এলাকাবাসীর অনেকেই ঘটনাটি সামনে দাঁড়িয়ে দেখলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। চালক মদ্যপ ছিলেন কি না, গাড়ির ব্রেক ফেল করেছিল কি না, নাকি সম্পূর্ণই গাফিলতির ফল—সবটাই খতিয়ে দেখা হচ্ছে। জামাইষষ্ঠীর দিন এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া।