TRENDING:

রাস্তায় গার্ডরেল দেওয়া, না থেমে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি

Last Updated:

ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়ির পালিয়ে যাওয়ার এই গোটা ঘটনাটি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য দেখলে মানুষ ভয়ে শিউরে উঠতে পারে। এই ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, রানা কর্মকার: রাস্তায় গার্ডরেল দেওয়া। তার পাশে দাঁড়িয়ে দ্রুতগতিতে ছুটে চলা গাড়িকে থামতে বলছেন ট্রাফিক কনস্টেবল। কিন্তু ট্রাফিক বিধি মেনে গাড়ির গতি ধীর করা তো দূরের কথা, উল্টে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা মেরে দ্রুতগতিতে বেরিয়ে গেল যাত্রীবাহী গাড়ি। এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কনস্টেবল সরোজ কুমার দাস।
কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি
কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি
advertisement

ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়ির পালিয়ে যাওয়ার এই গোটা ঘটনাটি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য দেখলে মানুষ ভয়ে শিউরে উঠতে পারে। এই ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর। কলকাতার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে চারচাকা গাড়িটি আসছিল। তার অভিমুখ ছিল বর্ধমানের দিকে। ট্রাফিক কনস্টেবল সরোজ কুমার দাসকে ধাক্কা মেরে গাড়িটি বর্ধমানের দিকে পালিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: হেলমেট ছাড়াই শিশুকে নিয়ে বাইকে সুহানা সফর! মুখোমুখি সংঘর্ষে নিভল ৩ জনের জীবনপ্রদীপ, আশঙ্কাজনক ২

এদিকে গাড়ির ধাক্কায় গুরুতর আহত ট্রাফিক কনস্টেবলকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাতক গাড়িটিকে ধরার জন্য জেলা জুড়ে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলা থেকে বেরোনোর প্রতিটি পয়েন্টে কড়া নজরদারি চালু করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় গার্ডরেল দেওয়া, না থেমে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল