ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়ির পালিয়ে যাওয়ার এই গোটা ঘটনাটি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য দেখলে মানুষ ভয়ে শিউরে উঠতে পারে। এই ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর। কলকাতার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে চারচাকা গাড়িটি আসছিল। তার অভিমুখ ছিল বর্ধমানের দিকে। ট্রাফিক কনস্টেবল সরোজ কুমার দাসকে ধাক্কা মেরে গাড়িটি বর্ধমানের দিকে পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: হেলমেট ছাড়াই শিশুকে নিয়ে বাইকে সুহানা সফর! মুখোমুখি সংঘর্ষে নিভল ৩ জনের জীবনপ্রদীপ, আশঙ্কাজনক ২
এদিকে গাড়ির ধাক্কায় গুরুতর আহত ট্রাফিক কনস্টেবলকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাতক গাড়িটিকে ধরার জন্য জেলা জুড়ে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলা থেকে বেরোনোর প্রতিটি পয়েন্টে কড়া নজরদারি চালু করা হয়েছে।