স্থানীয়রা এবং পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশকর্মীর নাম রবীন বসাক। তাঁর বাড়ি হাওড়া জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট কোস্টাল থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
advertisement
ঘটনার খবর পেয়ে থানার সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। জুনপুট কোস্টাল থানার ওসি জানিয়েছেন, “আমাদের এক দক্ষ সহকর্মীকে আমরা হারালাম। দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে রবীনবাবুর অবদান ভোলার নয়।” হঠাৎ এই দুর্ঘটনার জেরে সহকর্মী ও পরিবার শোকাহত।
আরও পড়ুন: নেশা নাকি ঘুমের ওষুধ? যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ক্রমশ জটিল হচ্ছে রহস্য, সহপাঠীরা বলছে…
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর ফলে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। শুক্রবারের ঘটনায় ফের এক পুলিশকর্মীর জীবন কেড়ে নিল বেপরোয়া গাড়ি।