সোমবার বেলা দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নিজের সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন সনাতনবাবু। তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাঁর বাড়ি দক্ষিণ বারাসত এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: হাতির পর চিতাবাঘের হানায় জীবিকায় টান, চাষের পর লাটে উঠেছে পশুপালন
খবর পেয়ে ঘটনাস্থলে আসে, জয়নগর থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ধৃত লরির চালক সহ লরিটিকে আটক করে। খবর পেয়ে ছুটে আসে মৃতের পরিবারের সদস্যরা। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা