আরও পড়ুন: গরম পড়ার আগেই চলে এসেছিলেন ওঁরা, কিন্তু মনোরম আবহাওয়ায় ব্যবসায় মন্দা
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হাসনাবাদের ভেবিয়া এলাকায় ব্যাঙ্কে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ কুমার মণ্ডল। সেই সময় হঠাৎ একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা মারে। ছিটকে দূরে গিয়ে রাস্তার উপর পড়েন তিনি। এরপর মাল বোঝাই ট্রাকটি ওই বৃদ্ধের দেহের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দ্রুত বাদুড়িয়া থানায় ফোন করে খবর দেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মৃত কুমার মণ্ডলের বাড়ি হাসনাবাদের ভেবিয়া পাল পাড়ায়। জনবহুল এলাকায় এই ধরনের ভয়াবহ পথ দুর্ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে মৃতের দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে স্থানীয়রা এলাকার যানবাহন চলাচলের উপর আরও বেশি পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, না হলে এমন দুর্ঘটনা আগামীদিনেও ঘটতে থাকবে।
জুলফিকার মোল্লা