আরও পড়ুন: আবহাওয়ার মুড সুইং-এ বেকায়দায় মৃৎশিল্পীরা
শুক্রবার ভোররাতে মহম্মদবাজার এলাকার গণপুর জঙ্গলে ১৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল মুরারই থানার ওসির গাড়িটি। উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের গাড়ির চালকের।দুর্ঘটনায় জখম হন মুরারই থানার ওসি শাকিব সাহেব। পরিস্থিতি বেগতিক বুঝে ডাম্পার রেখে চালক পালিয়ে যায়। অন্যান্য গাড়ির চালকরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওসিকে উদ্ধার করেন। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ওই পুলিশকর্তার চিকিৎসা চলছে।
advertisement
এদিকে পুলিশ ডাম্পারটি আটক করলেও চালকের সন্ধান পায়নি। জানা গিয়েছে, ওসি শাকিব সাহেব আগে জয়দেব ফাঁড়ির দ্বায়িত্বে ছিলেন। সম্প্রতি মুরারই থানার দায়িত্ব নিয়ে এসেছিলেন। এদিন সদর শহর সিউড়ি থেকে কর্মক্ষেত্রে ফিরছিলেন। ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিকে মৃত গাড়ির চালক শেখ শরিফউদ্দিনের বাড়ি কুষ্টিগিরি এলাকায়। এই দুর্ঘটনার খবর পেয়ে মহম্মদবাজার থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই ঘটনায় বীরভূমের রাস্তাগুলিতে রাতে পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সৌভিক রায়