Saraswati Puja 2024: আবহাওয়ার মুড সুইং-এ বেকায়দায় মৃৎশিল্পীরা
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তার আগে আবারও বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের রিপোর্টে জানানো হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একরাশ দুশ্চিন্তার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর
পূর্ব মেদিনীপুর: মানুষের মতই যখন তখন মুড সুইং হচ্ছেআবহাওয়ার! আজ রোদ তো কাল মেঘলা আকাশ, পরশু বৃষ্টি। আবহাওয়ার এমন খামখেয়ালি আচরণে সরস্বতী পুজোর আগে ব্যাপক সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। সময়ে প্রতিমা তৈরি করে মণ্ডপে পৌঁছে দেওয়া নিয়ে রীতিমত উদ্বেগে ভুগছেন।
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তার আগে আবারও বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের রিপোর্টে জানানো হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একরাশ দুশ্চিন্তার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় দু-একদিনের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে বলে আশঙ্কা। হাওয়া অফিসের এই রিপোর্ট চিন্তায় ফেলেছে প্রতিমা শিল্পীদের। এমনিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বাগদেবীর অগ্রিম বরাৎ অনেকটা কমেছে। ফলে প্রতিবছর সরস্বতী পুজোর সময় যে পরিমাণ টাকার প্রতিমা অর্ডার আসে তাতে অনেকটাই কাটছাঁট হয়েছে। তার উপর আবহাওয়ার কারণে এবার সরস্বতী প্রতিমা তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রতিমা শিল্পীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সরস্বতী পুজোর একেবারেই আগের মুহূর্তে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টির আশঙ্কা! তাই আগে থেকেই প্রতিমা প্রস্তুত রাখতে তোড়জোড় শুরু হয়েছে। তমলুকের বেশ কয়েকটি পটুয়াপাড়ায় আগেভাগেই সরস্বতী প্রতিমা তৈরির কাজ শেষ করার তোড়জোড় চছে। কারণ মেঘ বৃষ্টির ভয়। এই বিষয়ে মৃৎশিল্পী পান্নালাল ভট্টাচার্য জানান, এবছর বাগদেবীর আরাধনার বাজেট অনেকটাই কমেছে পরীক্ষার জন্য। অন্যদিকে সরস্বতী প্রতিমা শুরুর দিক থেকেই বৃষ্টির কারণে কাজ বারবার হোঁচট খাচ্ছে। সরস্বতী পুজোর আগে আবারও মেঘ বৃষ্টির আশঙ্কা। সময়ের প্রতিমা ডেলিভারি দিতে আগে থেকেই প্রতিমার তৈরি শেষ করার কাজ শুরু হয়েছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2024 3:08 PM IST









