মৃত শিস মহম্মদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মালডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তিনি পাড়ার চায়ের দোকানে চা খেতে আসেন। সেখান থেকে কাজে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন ছাই বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শিস মহম্মদকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রঘুনাথগঞ্জের দফরপুর মুরাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: প্রসূতিকে বাঁচাতে ডিউটি চলাকালীন ছুটে এসে রক্ত দিলেন থানার আইসি
ডাম্পারের ধাক্কায় এইভাবে মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যুতে হতভম্ব হয়ে যায় এলাকার মানুষ। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। তবে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘাতক ডাম্পারটি আটকে রেখে বিক্ষোভ দেখান। যদিও ঘটনার পরই পরিস্থিতি আজ করে পালিয়ে যায় ডাম্পারের চালক। এদিকে মৃত শিস মহম্মদ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে অথৈ জলে গিয়ে পড়ল গোটা পরিবার।
কৌশিক অধিকারী