জানা গিয়েছে, এদিন চাঁদপুরের দিক থেকে ভিতরের রাস্তা হয়ে চকসাপুর দিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন ওই ভ্যানচালক। কিন্তু সম্প্রতি ভিতরের ওই রাস্তায় তৈরি করা হয়েছে বড় বড় স্পিড ব্রেকার। নতুন রাস্তায় উঁচু পাহাড় তৈরি করে স্পিড ব্রেকার করা হয়েছে। সেই স্পিড ব্রেকার দিয়েই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে। রাস্তায় পড়ে গুরুতর জখম হন। ওই অবস্থায় ইঞ্জিনভ্যান চালককে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন এলাকার লোকজন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
ভ্যানচালক যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে পরিবারের লোকজনের অভিযোগ, স্পিড ব্রেকার উঁচু হয়ে থাকার ফলেই এমন দুর্ঘটনা। দ্রুত গতিতে যানজট রুখতে নিয়ন্ত্রিত স্পিড ব্রেকার করা উচিৎ বলেও পরামর্শ দিয়েছেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে চকসাপুরের ওই রাস্তায় বসানো উঁচু স্পিড ব্রেকার নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ সঞ্চালিত হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। তাঁদের অভিযোগ, এভাবে স্পিড ব্রেকার দিয়ে দুর্ঘটনা রোধ করার পরিবর্তে আরও দুর্ঘটনা ঘটছে। এভাবে ঘন ঘন উঁচু পাহাড় করে কেন স্পিড ব্রেকার দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে দুর্ঘটনায় মৃত চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।