এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ বাইকটি তারের মধ্যে জড়িয়ে সামনের দিকে পড়ে যেতেই চালক কিছু বুঝে ওঠার আগে সংঘর্ষ ঘটে যায়। গুরুতর জখম হন বাইক আরোহী যুবক। বর্তমানে তিনি বল্লালপুর হাসপাতালে চিকিৎসাধীন। বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।
advertisement
এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের উপর এভাবে তার ঝুলে রয়েছে। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কোনও নজর নেই। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই ফারাক্কা সাব ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। কালীপুজোর সকালে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।