চলন্ত অবস্থায় ঘুমে চোখ লেগে যাওয়ার কারণে রাস্তার বিপরীত দিকে চলে আসে চলন্ত লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই লরিটির। দুর্ঘনাস্থলেই মৃত্যু হয় লরি চালকে শেখ মইদুল ইসলামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাইওয়ের রাস্তার উপরে কলকাতার দিক থেকে আসছিল ওই লরিটি। রাস্তায় চলতে চলতে হঠাৎই বাঁ দিক ছেড়ে রাস্তার ডানদিকে চলে আসে। তখনই বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে গাড়িটি। তড়িঘড়ি স্থানীয়রা পুলিশের সহযোগিতায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: ভোট আসতেই স্কুলের মারাত্মক ক্ষতি! ইভিএম ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভাঙল তোরণ
চালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধবদিহি থানার নন্দনপুর এলাকায় বাড়ি। গতকাল লড়িতে খড়বোঝাই করে কলকাতায় গিয়েছিলেন। কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন। পরিবারের দাবি, ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলেন। আর তাতেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা।
রাহী হালদার