Lok Sabha Election 2024: ভোট আসতেই স্কুলের মারাত্মক ক্ষতি! ইভিএম ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভাঙল তোরণ

Last Updated:

Lok Sabha Election 2024: মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভার ডিআরসি সেন্টার করা হয়েছে কান্দি রাজ উচ্চবিদ্যালয়ে। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম মেশিন ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভেঙে ফেলে স্কুলের তোরণ

ইভিএম ভর্তি গাড়ির ধাক্কায় তোরণ ক্ষতিগ্রস্ত 
ইভিএম ভর্তি গাড়ির ধাক্কায় তোরণ ক্ষতিগ্রস্ত 
মুর্শিদাবাদ: নির্বাচন প্রক্রিয়ার শুরুর প্রথম দিকেই বিপত্তি। ইভিএম ভর্তি কন্টেনার ভোটকেন্দ্রে ঢুকতে গিয়ে ভেঙে ফেলল স্কুলের তোরণ। কান্দির ঘটনা। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটার পরই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক সকলে।
মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভার ডিআরসি সেন্টার করা হয়েছে কান্দি রাজ উচ্চবিদ্যালয়ে। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম মেশিন ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভেঙে ফেলে স্কুলের তোরণ। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপরই তোরণ সংস্কারের ক্ষতিপূরণের দাবিতে পথে নামেন এই স্কুলের শিক্ষকরা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের এই তোরণটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল। কয়েক জন প্রাক্তন ছাত্র ও সরকারির উদ্যোগে সাত লক্ষ টাকা ব্যয়ে তোরণটি তৈরি করা হয়। সেটাই এইভাবে ভেঙে পড়ায় সকলেই ব্যাপক ক্ষুব্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কান্দির মহকুমাশাসক উৎকর্ষ সিং, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা। দীর্ঘ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তোরণ সংস্কারের দাবি করা হয়েছছ স্কুলের তরফ থেকে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট আসতেই স্কুলের মারাত্মক ক্ষতি! ইভিএম ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভাঙল তোরণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement