গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ঝন্টুবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। এরপর পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ঝন্টুবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বর্ধমানকাণ্ডের পর টনক নড়েছে রেলের! বড় আশ্বাস দিলেন ডিআরএম, যাত্রীদের জন্য বড় খবর
advertisement
এই ঘটনার পর থেকে ঘাতক গাড়ি পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মহেশতলার পু্রাতন ডাকঘরের বাসিন্দা ঝন্টু নস্কর (৩২)। ইতিমধ্যেই ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে। সেই সঙ্গেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ঝন্টুবাবুর পরিবারের কাছে এই ঘটনার খবর পৌঁছতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।