জানা গিয়েছে, আহতরা হলেন সারফাত মোল্লা, বাইক চালক শাকিল মোল্লা ও বাইক আরোহী আরমান মোল্লা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাকিল মোল্লা ও আরমান মোল্লা ভাঙ্গড় থানার চন্দনেশ্বর থেকে ক্যানিংয়ের মৌখালি ব্রিজে ঘুরতে এসেছিলেন। সেখান থেকে ঘুরে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা সারাফত মোল্লাকে সজোরে ধাক্কা মারে বাইকটি।
advertisement
আরও পড়ুন : রাস্তার বাঁকে যাত্রীবাহী বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় আহত ১৪! স্তব্ধ হয়ে গেল রাস্তা
এরপরেই তাঁরা রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনা দেখে প্রথম হকচকিয়ে যান সকলেই। এরপর তিনজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু ওই তিনজনের অবস্থার আরও অবনতি হলে, তাদের কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ইলেকট্রনিক্সের দাপটেও টিকে আছে পাটকাঠির আকাশ প্রদীপ! ফেরি করছেন বৃদ্ধ, জানেন কত দামে বিক্রি হচ্ছে?
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বাইকটি এতটাই দ্রুতগতিতে আসছিল যে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার ফলে তিনজনের বাড়ির সকলেই চিন্তিত।