আরও পড়ুন: ভারত সেরা গোঘাটের সঞ্চিতা! তার সাফল্য জানলে তাক লেগে যাবে
পূর্ব মেদিনীপুর জেলারই নন্দকুমার থানার কোলসরের বাসিন্দা কৌশিক মাইতি। প্রতিবেশী ভাই রাজু মাইতিকে বাইকে নিয়ে পাঁশকুড়ায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। বুধবার বিকেলের পর বাড়ি থেকে বাইকে করে বের হয় তারা। উদ্দেশ্য ছিল পাঁশকুড়ার ফুলের সৌন্দর্য দেখার পাশাপাশি পাঁশকুড়া পুরসভার বিদ্যাসাগর উদ্যানে ঘুরে বেড়ানো। দুই যুবক হাওড়া ও কলকাতার দুটি সোনার শোরুমে কাজ করেন। ছুটি ছিল তাই কাছেপিঠে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যই বের হওয়া। কিন্তু পাঁশকুড়া থেকে বাড়ি ফেরার সময়ই ঘটে বিপত্তি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পাঁশকুড়ার মেচোগ্রামের কাছে বাইক দুর্ঘটনার কবলে পড়েন ওই দুই যুবক। জানা গিয়েছে, পাঁশকুড়া থেকে কোলসরের দিকে যাচ্ছিল বাইকটি। মেচোগ্রাম বাস স্ট্যান্ড পেরিয়ে কিছুটা যেতেই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে তাদের বাইক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৌশিক মাইতির। অপর যুবক রাজু মাইতিকে আশঙ্কাজনক অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসছ বাইকটি উদ্ধার করে।
সৈকত শী