উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখাঁর খ্রিস্টান পাড়া মোড়ের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির। তাতেই মৃত্যু হয় ওই অটো চালকের। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কলকাতার দিক থেকে একটি অটো মালঞ্চের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসছিল একটি মাছ বোঝাই ছোট ট্রাক। খ্রিস্টান পাড়া মোড়ের কাছে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালকের।
advertisement
আরও পড়ুন: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই এসে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। দ্রুত অটোর ভিতরে থাকা তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। আহত ও মৃত ব্যক্তিদের নাম পুলিশ এখনও জানতে পারেনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জুলফিকার মোল্যা