আরও পড়ুন: মাছ ধরতে আর খাঁড়িতে যেতে হবে না সুন্দরবনের মৎস্য চাষিদের, বদলে…
হাসনাবাদ-লেবুখালি রুটে এদিন এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত বায়লানি-হাসনাবাদ রুটের দক্ষিণ মহিষপুকুর এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, এদিন হাসনাবাদের দিকে যাত্রীদের নিয়ে যাচ্ছিল অটো’টি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরি অটোটিকে সামনাসামনি ধাক্কা মারে। অটোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে লরির ভেতরে ঢুকে যায়। অটোয় থাকা সকলে মারাত্মক জখম হন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা গিয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অটোর যাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই দুমড়ে-মুচড়ে যাওয়া অটোর ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যাদের আঘাত কম ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, লরি এবং অটো দুটোরই গতি অত্যন্ত বেশি ছিল, তাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।
জুলফিকার মোল্লা






