শনিবার সাত সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার রানিসরাই এলাকায়। জানা গিয়েছে, ওড়িশা হয়ে দিঘা পৌঁছানোর কথা ছিল তাদের। স্করপিও গাড়িতে তারা রওনা দেন। হঠাৎই খড়গপুর বালেশ্বর ১৬ নং জাতীয় সড়কে রানিসরাই এলাকায় ঘটে এই ঘটনা। দ্রুত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের বক্তব্য, নিয়ন্ত্রণ হারিয়ে ওড়িশাগামী জাতীয় সড়কের লেন থেকে ডিভাইডার টপকে তারা চলে আসেন খড়গপুরগামী লেনে। অপর দিকে খড়গপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাদের। দুর্ঘটনার মাত্রা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মধ্যে থাকা কয়েকজনকে ইলেকট্রিক কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে গাড়িতে থাকা চার জনেরই। মৃতদের নাম, কার্তিক লাহিড়ী (৬০), অতনু গুহ (৪২), হিমাদ্রি শেখর পাত্র (৪৪), বিশ্বজিৎ মন্ডল (৪৮)। এই চারজনই আসানসোলের করুণাময়ীর হাউসিং এর বাসিন্দা। অনুমান করা হচ্ছে, চালকের হঠাৎই ঘুম এসে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। কীভাবে ঘটল এই ঘটনা তার তদন্ত শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে একাধিক জনের। এদিনও এক সঙ্গে চারজনের মৃত্যু। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার জেরে একটি লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রঞ্জন চন্দ






