TRENDING:

Road Accident: ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি...! দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪

Last Updated:

Road Accident: ওড়িশাগামী জাতীয় সড়কের লেন থেকে ডিভাইডার টপকে তারা চলে আসেন খড়গপুরগামী লেনে।অপর দিকে খড়গপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সপ্তাহান্তে দিঘার সমুদ্র স্নান, জগন্নাথ মন্দির দেখার প্ল্যান ছিল হয়ত সকলের। তবে সেই আশা আর পূরণ হল না। মাঝপথেই নিভল চার চারজনের প্রাণ। শনিবার সকালে সব শেষ। পৌঁছান হল না দিঘায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সপ্তাহ শেষে সকলকে নিয়ে দিঘা ঘুরে আসার ভাবনা ছিল একদল যুবকের। সেই মত দিন কয়েক আগে প্ল্যানও হয়। আসানসোল থেকে একটা স্করপিও গাড়ি করে রওনা দেন দিঘার উদ্দেশ্যে। তবে মাঝ পথেই অঘটন। পৌঁছনো হল না জগন্নাথ ধাম দিঘায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের।
দূর্ঘটনাগ্রস্থ গাড়ি
দূর্ঘটনাগ্রস্থ গাড়ি
advertisement

শনিবার সাত সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার রানিসরাই এলাকায়। জানা গিয়েছে, ওড়িশা হয়ে দিঘা পৌঁছানোর কথা ছিল তাদের। স্করপিও গাড়িতে তারা রওনা দেন। হঠাৎই খড়গপুর বালেশ্বর ১৬ নং জাতীয় সড়কে রানিসরাই এলাকায় ঘটে এই ঘটনা। দ্রুত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের বক্তব্য, নিয়ন্ত্রণ হারিয়ে ওড়িশাগামী জাতীয় সড়কের লেন থেকে ডিভাইডার টপকে তারা চলে আসেন খড়গপুরগামী লেনে। অপর দিকে খড়গপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাদের। দুর্ঘটনার মাত্রা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

advertisement

আরও পড়ুন: ফের বন্যার ভ্রুকুটি ঘাটাল, চন্দ্রকোনায়…! এলাকা ঘুরে ভয়ঙ্কর পরিস্থিতির কারণ জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মধ্যে থাকা কয়েকজনকে ইলেকট্রিক কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে গাড়িতে থাকা চার জনেরই। মৃতদের নাম, কার্তিক লাহিড়ী (৬০), অতনু গুহ (৪২), হিমাদ্রি শেখর পাত্র (৪৪), বিশ্বজিৎ মন্ডল (৪৮)। এই চারজনই আসানসোলের করুণাময়ীর হাউসিং এর বাসিন্দা। অনুমান করা হচ্ছে, চালকের হঠাৎই ঘুম এসে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। কীভাবে ঘটল এই ঘটনা তার তদন্ত শুরু হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে একাধিক জনের। এদিনও এক সঙ্গে চারজনের মৃত্যু। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার জেরে একটি লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি...! দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল