West Medinipur News: ফের বন্যার ভ্রুকুটি ঘাটাল, চন্দ্রকোনায়...! এলাকা ঘুরে ভয়ঙ্কর পরিস্থিতির কারণ জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া

Last Updated:

West Medinipur News: জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে ১১২৪ মিলিমিটার। গত বছর বৃষ্টি হয়েছিল ৫৬৫ মিলিমিটার। বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। 

+
জল

জল ছাড়া নিয়ে ক্ষোভ মন্ত্রী মানস ভূঁইয়ার

পশ্চিম মেদিনীপুর: গত তিন বছরের পরিসংখ্যানে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিভিন্ন জেলা জুড়ে। একাধিক নদীতে কানায় কানায় পূর্ণ জল। ইতিমধ্যেই জল বাড়ছে সুবর্ণরেখা, কংসাবতী, শিলাবতী সহ একাধিক নদীতে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে শান্ত কংসাবতী নদী ফুঁসছে। বন্যার আশঙ্কা নিচু এলাকায়। কংসাবতী নদীর অ্যানিকট ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে কংসাবতী নদীর উপর থাকা সেচ দফতরের ব্যারেজ ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। কেন্দ্র সরকারের অধীনস্থ একাধিক ব্যারেজ থেকে অপরিকল্পিত জল ছাড়াকে দায়ি করলেন মন্ত্রী।
ফের বন্যার ভ্রুকুটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকায়। অতিবৃষ্টিতে আর বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার কারণে হু হু করে বাড়ছে কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা সহ বিভিন্ন নদীর জলস্তর। ফলে জুন মাসের পর জুলাই মাসেও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। ইতিমধ্যে গর্জন করে বইছে কংসাবতী নদী। নদী তীরের এলাকার মানুষজনের বাড়ছে ভয়। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গত বছরের (২০২৪) তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর শহরের উপকন্ঠে অ্যানিকেত বাঁধ (Anicut Dam) পরিদর্শনে এসে তথ্য, পরিসংখ্যান সহ তুলে ধরলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও সেচ দফতরের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া এবং জেলাশাসক খুরশিদ আলি কাদেরি।
advertisement
advertisement
সেই সঙ্গে গালুডি সহ পাঞ্চেত, মাইথন, তেনবাঁধ এবং দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার কারণটিকেও দায়ি করেন তাঁরা। মেদিনীপুর শহরের অদূরে কংসাবতী নদীর উপর অ্যানিকেত বাঁধ থেকেও শুরু হয়েছে জল ছাড়া। ফলে, নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে মেদিনীপুর সদর মহকুমার কেশপুর, সুবর্ণরেখা নদীতে জল বাড়ার কারণে খড়গপুর মহকুমার কেশিয়াড়ি, দাঁতন সহ বেশ কিছু এলাকায় ভয় বাড়ছে। কংসাবতী নদীর অ্যানিকেত বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সেচ দফতরের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া। কংসাবতী নদীতে জল বাড়ার কারণে অ্যানিকেট বাঁধ থেকে জল ছাড়তে শুরু করা হয়েছে। নজরদারি রাখা হচ্ছে ডেবরা এলাকায়। কেশপুরের আনন্দপুর এবং চন্দ্রকোনার বাঁকা পয়েন্টে বাঁধ ভেঙে গিয়েছে। ডেবরা একটি বাঁধ এর ক্ষতি হয়েছিল সেটা মেরামত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, গত বছরের তুলনায় ৩৩৬ মিলিমিটার বৃষ্টি বেশি হয়েছে। জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে ১১২৪ মিলিমিটার। গত বছর বৃষ্টি হয়েছিল ৫৬৫ মিলিমিটার। বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া।
advertisement
রঞ্জন চন্দ 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ফের বন্যার ভ্রুকুটি ঘাটাল, চন্দ্রকোনায়...! এলাকা ঘুরে ভয়ঙ্কর পরিস্থিতির কারণ জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement