TRENDING:

সামশেরগঞ্জ, লালগোলার পর রঘুনাথগঞ্জ! নদী ভাঙনের তালিকায় আরও এক নাম

Last Updated:

তাঁরা দ্রুত এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে সরজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বর্ষাকাল আসতেই জেলাজুড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন সমস্যা। সামশেরগঞ্জ ও লালগোলার পর এবার ভাঙন শুরু রঘুনাথগঞ্জে। হঠাৎই রঘুনাথগঞ্জ-২ ব্লকের আগামীকাল এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতেই এখানকার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের নতুন হবিবপুর গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গঙ্গার পাড় ভাঙার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।
advertisement

রঘুনাথগঞ্জে এই ভাঙন সমস্যা দেখা দেওয়ায় শামশেরগঞ্জ হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছে এলাকাবাসীরা। তাঁরা দ্রুত এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে সরজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিষয়টি আমার নজরে আনার সঙ্গে সঙ্গেই আমি ভাঙন প্রতিরোধ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব এলাকার ভাঙন প্রতিরোধের কাজ সম্পূর্ণ করতে হবে।

advertisement

আরও পড়ুন: জ্বলন্ত ধুনুচি মাথায় মহিলাদের সর্প দেবীর আরাধনা! একমাত্র এখানেই দেখতে পাবেন

মন্ত্রী আরও জানান, গঙ্গার জলস্তর নামলেই ভাঙন মেরামতের কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি গোটা বিষয়টিকেই তিনি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ব্যাখ্যা করেন। তবে জানান, সরকার ও প্রশাসন বিপর্যয় ঠেকাতে সদা তৎপর আছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই লাগাতার ভাঙন চলছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সামশেরগঞ্জে চলতে থাকা ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ভাঙনের জেরে বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর তলিয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার। আর তারই মধ্যে রঘুনাথগঞ্জ ভাঙনের আতঙ্ক গ্রাস করেছে বাসিন্দাদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সামশেরগঞ্জ, লালগোলার পর রঘুনাথগঞ্জ! নদী ভাঙনের তালিকায় আরও এক নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল