জ্বলন্ত ধুনুচি মাথায় মহিলাদের সর্প দেবীর আরাধনা! একমাত্র এখানেই দেখতে পাবেন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
পুরুলিয়ার এই গ্রামে মনসা পুজোয় দেবীর আরাধনার ভিন্ন রূপ দেখা যায় গ্রামের মহিলাদের মধ্যে। এই গ্রামের পুজোর বিশেষ আকর্ষণ হল 'জ্বলন্ত ধুনুচি' মাথায় রেখে গ্রামের মহিলাদের ধর্মীয় শোভাযাত্রা
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া তথা রাঢ়বঙ্গের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লৌকিক দেবী হলেন মনসা। সর্প দেবী হিসেবে পুজিত হন তিনি। সারা রাঢ়বঙ্গ জুড়েই এই দেবীর আরাধনার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষত পুরুলিয়ার বহু জায়গায় দুর্গাপুজোর থেকেও বেশি জাঁকচমক করে মা মনসার পুজো হয়। সেই ঐতিহ্য মেনেই জেলায় শুরু হয়েছে সর্প দেবীর আরাধনা।
তবে পুরুলিয়ার এই গ্রামে মনসা পুজোয় দেবীর আরাধনার ভিন্ন রূপ দেখা যায় গ্রামের মহিলাদের মধ্যে। এই গ্রামের পুজোর বিশেষ আকর্ষণ হল ‘জ্বলন্ত ধুনুচি’ মাথায় রেখে গ্রামের মহিলাদের ধর্মীয় শোভাযাত্রা। পুরুলিয়া জেলার আদ্রার পলাশকোলার দাসপাড়া গ্রামের এই পুজোয় মা মনসাকে বাড়ি আনার সময় এই অন্যরকম রীতি চোখে পড়ে। আর তা দেখতে ভিড় জমান নানান জায়গা থেকে আসা বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: ভিতরে ৬ দিনের সদ্যোজাত ও মা, হঠাৎ বাড়ির ছাদে এসে পড়ল বাজ! তারপর…
এটি কেবল একটি ধর্মীয় সংস্কৃতিই নয়, বরং এক আত্মার উচ্ছ্বাস, সাহসিকতা, আর ভক্তির প্রকাশ। মাথায় জ্বলন্ত ধুনুচি নিয়ে গ্রামের মহিলারা যখন রাস্তায় এগিয়ে যান, তখন সেই দৃশ্য হয়ে ওঠে অভাবনীয় ও হৃদয়স্পর্শী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান যুগে যেখানে অনেক প্রাচীন রীতিনীতি বিলুপ্তির পথে, সেখানে এই গ্রামটি মনসা পুজোর এমন এক স্বতন্ত্র প্রথা বজায় রেখে নিজেদের অনন্য হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। মনসা পুজোরষ ঘিরে এমনই উন্মাদনা, জাঁকজমক ও নানান রীতিনীতি গোটা পুরুলিয়া জেলায় জুড়েই দেখা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 11:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জ্বলন্ত ধুনুচি মাথায় মহিলাদের সর্প দেবীর আরাধনা! একমাত্র এখানেই দেখতে পাবেন