ভিতরে ৬ দিনের সদ্যোজাত ও মা, হঠাৎ বাড়ির ছাদে এসে পড়ল বাজ! তারপর...
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
হঠাৎ করেই বাজ পড়ে আমেদ আলি মণ্ডলের বাড়ির ছাদে। মুহূর্তের মধ্যে বজ্রপাতে বাড়ির ছাদ আট থেকে দশ জায়গায় ভেঙে চৌচির হয়ে যায়। এই ঘটনায় বাড়ির ভেতরে থাকা সদ্যোজাত ছয় দিনের শিশু কন্যা ও তার মা গুরুতর আহত হন
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: গত কয়েক বছরে বর্ষাকালে বজ্রপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই বজ্রপাতের জেরেই বসিরহাটে বিপর্যস্ত হয়ে পড়ল গোটা পরিবার। আহত হল সদ্যোজাত শিশু ও মা।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট-২ ব্লকের ঘটনা। মাটিয়া থানা এলাকার চাঁপাপুকুর অঞ্চলের আঁকিপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। হঠাৎ করেই বাজ পড়ে আমেদ আলি মণ্ডলের বাড়ির ছাদে। মুহূর্তের মধ্যে বজ্রপাতে বাড়ির ছাদ আট থেকে দশ জায়গায় ভেঙে চৌচির হয়ে যায়। এই ঘটনায় বাড়ির ভেতরে থাকা সদ্যোজাত ছয় দিনের শিশু কন্যা ও তার মা গুরুতর আহত হন। বজ্রপাতের তীব্র শব্দ ও আগুনের ঝলকে পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েন।
advertisement
আরও পড়ুন: ঠিকাদারের কাছে পাওনা ৪ লাখ আনতে গিয়ে অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু!
ঘটনার পর দেখা যায়, শিশুটি ও তার মা মানসিকভাবে হতবিহ্বল হয়ে পড়েছেন। তাঁরা ঠিকভাবে কথা বলতে পারছেন না। বজ্রাঘাতে পরিবারের অন্যান্য সদস্যরাও চরম আতঙ্কে গৃহবন্দি হয়ে পড়েন। এদিকে বজ্রপাতের অভিঘাতে বাড়ির বিদ্যুৎ মিটার, ফ্যান ও লাইট বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে পুড়ে যায়। এলাকাবাসীদের দাবি, এই প্রথমবার এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকল আঁকিপুর গ্রাম। আগে কখনও বাড়ির ছাদে বজ্রপাত হতে তাঁরা দেখেননি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ভিড় করেন আমেদ আলির বাড়িতে। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের সহযোগিতাতেই কিছুটা ধাতস্থ হয়েছে পরিবারটি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 10:24 AM IST