ঠিকাদারের কাছে পাওনা ৪ লাখ আনতে গিয়ে অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু!

Last Updated:

ঠিকাদারের কাছ থেকে বেতন হিসেবে মৃত কাদের শেখের প্রায় ৪ লক্ষ টাকা পাওনা আছে। সেই টাকা আনতেই ২২ দিন আগে অন্ধপ্রদেশ গিয়েছিলেন

পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু
পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু
ফরাক্কা, মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের পরিচয় শ্রমিকের। ফরাক্কার কাদের শেখ (৩২) অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন। সেখানেই রেল লাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপর।
ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা নতুন নয়। বরং একের পর এক ঘটনাগুলি এখানকার বাসিন্দাদের মধ্যে ক্রমশ আতঙ্ক তৈরি করছে। মৃত কাদের শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি একটা গোটা দিন নিখোঁজ ছিলেন। পরেরদিন রহস্যজনকভাবে রেল লাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় ভেঙে পড়েছে মৃত শ্রমিকের পরিবার।
advertisement
আরও পড়ুন: রাত ১ টায় প্রবল বিস্ফোরণে কাঁপল মধ্যমগ্রাম! নেপথ্যে উত্তরপ্রদেশ যোগ? যুবকের মৃত্যু
মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ইমামনগর এলাকায়। অন্ধপ্রদেশের চিত্তুর জেলার মদনা পাল্লি থানা এলাকায় কাজ করতেন। গত প্রায় ৯ বছর ধরে সেখানেই কাজ করছিলেন তিনি। গত ইদে বাড়ি এসেছিল। ২২ দিন আগে আবার অন্ধ্রপ্রদেশের কর্মক্ষেত্রে যোগ দেন। জানা গিয়েছে, এক ঠিকাদারের কাছে রাজ মিস্ত্রির কাজ করতেন। এলাকার বেশ কয়েকজনকে কাজে নিয়েও গিয়েছিল। ঠিকাদারের কাছ থেকে বেতন হিসেবে মৃত কাদের শেখের প্রায় ৪ লক্ষ টাকা পাওনা আছে। সেই টাকা আনতেই ২২ দিন আগে অন্ধপ্রদেশ গিয়েছিলেন।
advertisement
advertisement
পরিবারের দাবি, ১৫ অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন কাদের শেখ। ১৬ তারিখ সন্ধেয় অন্ধপ্রদেশের ঠিকাদার ফোন করে তাঁর মৃত্যুর খবর জানান। অন্ধপ্রদেশের সিটিএম রেল লাইনের ধারে দেহ পাওয়া গিয়েছে বলে বলেন। পরিবারের অভিযোগ, কাদের শেখ’কে খুন করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাদের শেখ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর মৃত্যুতে কীভাবে সংসার চলবে ভেবে পাচ্ছেন না কেউ। সব মিলিয়ে রীতিমতো অথৈ জলে পড়েছে গোটা পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঠিকাদারের কাছে পাওনা ৪ লাখ আনতে গিয়ে অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement