TRENDING:

River Erosion Problem: কোন‌ও কিছুতেই বাধ মানছে না নদীর স্রোত, কাকদ্বীপে তলিয়ে যাচ্ছে সবকিছু

Last Updated:

রামগোপালপুরের মন্দিরঘাটে নদীর স্রোতের কারণে বাড়ছে ভাঙন। সেই ভাঙন ক্রমশ বাড়ছে। কোনোভাবেই রোখা যাচ্ছে না সেই উত্তাল ঢেউকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, নবাব মল্লিক: রামগোপালপুরের মন্দিরঘাটে নদীর স্রোতের কারণে বাড়ছে ভাঙন। কোনভাবেই রোখা যাচ্ছে না সেই উত্তাল ঢেউকে। গত এক বছরের মধ্যে প্রায় ৫০০ মিটার নদীবাঁধ ধসে গেছে। নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় দশটি দোকান সহ প্রচুর গাছ। আগেও বেশ কয়েকবার এখানে বাঁধ মেরামত করা হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি যেন সত্যিই আশঙ্কাজনক হয়ে উঠেছে।
advertisement

এই পরিস্থিতিতে সেচ দফতরের পক্ষ থেকে ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলে নদীর স্রোত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এইভাবে স্রোত কমানো যায় তাহলে ওই এলাকায় নতুন করে চর সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পাড়ের কাছে নদীর গভীরতা কমানোর জন্য বস্তায় মাটি ভরে ফেলা হয়েছে। এমন কয়েক হাজার বস্তা ওখানে ফেলা হয়েছে।

advertisement

আর‌ও পড়ুন: এক ছাদ থেকে অন্য ছাদে লাফাতে গিয়ে পা হড়কে গেল ছাত্রের! ত্রিপল টাঙাতে গিয়ে সব শেষ

জিআই তারের জাল দিয়ে ওই বস্তাগুলিকে বেঁধে রাখা হয়েছে। এছাড়া ঝাউয়ের বল্লা পুঁতে নদীবাঁধের পাশে পাইলিংও দেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যয়ে এই নদীবাঁধটি মেরামত করা হচ্ছে। তবু ভাঙন রোধ করা যাচ্ছে না। সম্প্রতি আবার ইটের রাস্তার কিছু অংশ তলিয়ে গিয়েছে। স্থায়ী ওই নদী বাঁধের পিছনেও একটা রিং বাঁধ তৈরি করা হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

কিন্তু এভাবে আর কতদিন চলবে এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা না হলে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
River Erosion Problem: কোন‌ও কিছুতেই বাধ মানছে না নদীর স্রোত, কাকদ্বীপে তলিয়ে যাচ্ছে সবকিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল