আরও পড়ুন: মরশুমের শেষ ট্রিপে ক্ষতির মুখে মৎস্যজীবীরা
এইভাবেই প্রবল ঝুঁকি নিয়ে দড়িতে ঝুলে চলছে প্রতিটা দিন। ভয় ও ঝুঁকির তোয়াক্কা না করে সংসার চালাতে এই পথ বেছে নিয়েছেন তাঁরা। উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে বালির বস্তায় দড়ি বেঁধে, দড়ির অপর প্রান্ত কাঠের একটি পাটাতনে বেঁধে রঙের বালতি ও তুলি নিয়ে ঝুলে পড়েন এই রংয়ের মিস্ত্রিরা। দৈনিক স্বল্প পারিশ্রমিকে জীবনের ঝুঁকি নিয়ে রোজ এভাবেই কাজ করতে হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কখনও হাবড়া, কখনও অশোকনগর আবার কখনূ বারাসাত-মধ্যমগ্রাম সহ কলকাতার নানা প্রান্তে সুউচ্চ বিল্ডিং রং করার জন্য ডাক পড়ে এই শ্রমিকদের। সংসারের দায়িত্ব, ছেলে-মেয়ের পড়াশোনা, বাবা-মা’র ওষুধের কথা মনে এলে, ভয় ও জীবনের ঝুঁকির কথা ভুলে যান বলে জানান তাঁরা। একটু ভুল হলেই নেমে আসতে পারে চরম বিপদ। তাই প্রতিদিন ভয় ও জীবনের ঝুঁকি নিয়েই করতে হয় কাজ। কারণ পেটের জ্বালা যে বড় জ্বালা।
রুদ্রনারায়ণ রায়