Fishermen Crisis: মরশুমের শেষ ট্রিপে ক্ষতির মুখে মৎস্যজীবীরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এই ক্ষতির কারণেই প্রায় ৬০ শতাংশ ট্রলার চালানো বন্ধ করে দেওয়া হয়েছে সময়ের আগেই। এমনিতেই ক্ষতি হচ্ছিল। সেই ক্ষতির পরিমাণ আর যাতে না বাড়ে তাই এই পদক্ষেপ করা হয়েছে
দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরার মরসুম একেবারে শেষ পর্যায়ে। চলছে মাছ ধরার শেষ ট্রিপ। এরপর দু’মাসের জন্য বন্ধ থাবে মাছ ধরা। ফলে শেষ টিপে সকল মৎস্যজীবী ভাল লাভের আশায় ছিলেন। কিন্তু তাঁদের হতাশ হতে হল। শেষ ট্রিপে ক্ষতির মুখে পড়লেন মৎস্যজীবীরা।
আরও পড়ুন: রসুন যেন সোনা! রাত জেগে জমি পাহারায় কৃষকরা
এই ক্ষতির কারণেই প্রায় ৬০ শতাংশ ট্রলার চালানো বন্ধ করে দেওয়া হয়েছে সময়ের আগেই। এমনিতেই ক্ষতি হচ্ছিল। সেই ক্ষতির পরিমাণ আর যাতে না বাড়ে তাই এই পদক্ষেপ করা হয়েছে। বাকি থাকা ট্রলারগুলিও খুব একটা লাভের মুখ দেখছে না। এই বছর ট্রালারের থেকে ট্রলি ফিশিং-এ কিছুটা লাভ হচ্ছে। ট্রলি ফিশিং-এ সামুদ্রিক একাধিক মাছ শিকার করা হয়। যাকে চলতি কথায় বলা হয় হরযাই মাছ। এই হরযাই মাছ ধরার ফলে ট্রলি ফিশিং-এ লাভ হলেও, লাভ হচ্ছে না ট্রলারে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাছ ধরা বন্ধ থাকাকালীন দু’মাসের জন্য মৎস্যজীবীদের অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হলেও অনেক মৎস্যজীবীর এখনও কার্ডই হয়নি। কিছুজনের কার্ড থাকলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ মৎস্যজীবী সংগঠনগুলির। সব মিলিয়ে আগামী দু’মাস সংসার চালানো নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। এই পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যাবে সেটা অনেকেই বুঝতে পারছেন না।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 1:50 PM IST