পাঁচের দশকে রিষড়া পশ্চিম রেলপারে মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য সমাজসেবী দীনেশ ঘটক একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেন, যা রিষড়া সেবাসদন নামে পরিচিতি পায়। বিশেষ করে হুগলি জেলা তথা আশপাশের জেলার বহু মানুষের চক্ষু চিকিৎসার একমাত্র কেন্দ্র ছিল এটি। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নায়ক মাস্টারদার সহকর্মী ত্রৈলক্য চক্রবর্তীর এখানেই চিকিৎসা হয়। এমনকী এখানেই তিনি দেহ রাখেন। পরবর্তীকালে বাম আমলের মাঝামাঝি থেকে এই হাসপাতাল ক্রমশ ধুঁকতে থাকে। এর পর হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন- সামান্য শখ থেকে সেরার শিরোপা, বারাসতের গৌরব-ই এখন ভারতের গর্ব
২০১১ সালে মা মাটি মানুষ সরকার আসার পর কিছুদিনের জন্য সেবা সদনের আউটডোর সার্ভিস চালু হলেও পরবর্তীকালে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এর পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় এবং রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র-র প্রচেষ্টায় আবার এটি চালু হতে চলেছে। ইতিমধ্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন- মমতার নির্দেশের পরই বড়মার মন্দিরে বড়সড় বদল! বাড়তি কী সুবিধা মিলবে? খুশি ভক্তরা
এদিন সকালে ভূমি পুজোর মাধ্যমে হাসপাতালের নতুন করে পথ চলা শুরুর সূচনা হল। পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, আগামী ২০২৫ সালের মধ্যে পরিষেবা শুরু হবে। প্রথমদিকে ৫০ টি বেড দিয়ে মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। পরবর্তীকালে স্বাস্থ্য পরিসেবার পরিসর আরও বাড়ানো হবে।
রাহী হালদার