North 24 Pargana News: সামান্য শখ থেকে সেরার শিরোপা, বারাসতের গৌরব-ই এখন ভারতের গর্ব

Last Updated:

আন্তর্জাতিক মঞ্চে শ্রীলঙ্কা ও সৌদি আরবকে পিছনে ফেলে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার ছেলে গৌরব মুখোপাধ্যায়

+
স্বর্ণপদক

স্বর্ণপদক জয়ী বডিবিল্ডার

উত্তর ২৪ পরগনা: নিজের সামান্য শখই যে একদিন তাঁকে ভারত সেরা করে তুলবে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি বারাসতের যুবক। আন্তর্জাতিক মঞ্চে শ্রীলঙ্কা ও সৌদি আরবকে পিছনে ফেলে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার ছেলে গৌরব মুখোপাধ্যায়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৭২৫ জন প্রতিযোগীকে বডি বিল্ডিং (সিনিয়র) বিভাগে (৬৫ কেজি)তে হারিয়ে স্বর্ণ পদক ছিনিয়ে আনলেন এই বাঙালি বডিবিল্ডার।
‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডিবিল্ডিং ফিটনেস ফেডারেশন’ বা ‘ইউআইবিএফএফ’-এর উদ্যোগে এই ‘মিস্টার ওয়ার্ল্ড’ বডিবিল্ডিং প্রতিযোগিতায় ভারতের হয়ে লড়াই করতে নেমেছিলেন গৌরব। বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের তাবড় তাবড় বডিবিল্ডারদের অবলীলায় হারিয়ে, সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সোনাজয়ী গৌরব। এই জয় কেমন লাগছে? প্রশ্নের উত্তরে গৌরব জানালেন, ” অবশ্যই ভালো লাগছে। এই সাফল্যের জন্য ধন্যবাদ প্রশিক্ষক কৃষাণু দে-কে। পাশাপশি জিমের সব সতীর্থ, যাঁরা প্রতিনিয়ত মানসিকভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন, তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ।”
advertisement
এই জয়ের পিছনে অন্যতম অবদান পরিবারের বলেও জানান গৌরব। ২২ টি দেশ থেকে আসা দক্ষ প্রতিযোগীদের হারিয়েছেন, এই জয় ভবিষ্যতে আরও ভাল কিছু করার মনোবল জোগাবে বলেও জানান এই স্বর্ণপদকজয়ী বডি বিল্ডার। কীভাবে বডি বিল্ডিং শুরু? গৌরব জানালেন, আর পাঁচটা ছেলের মতোই প্রথমে জিমে গিয়েছিলেন সুঠাম চেহারা বানানোর আশায়। ধীরে ধীরে পরিচয় হয় বেশকিছু সিনিয়রের সঙ্গে যাঁরা বেঙ্গল বা জেলাস্তরে বডিবিল্ডিং করছেন। তাঁদের সঙ্গে থাকতে থাকতে শুরু হয় গৌরবের পথ চলা। প্রথমদিকে ভালো কোনও কোচ ছিল না তাঁর। ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার পরপর ‘মিস্টার ইন্ডিয়া’ হন। ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’-ও হয়েছেন। সেখান থেকেও আনেন সোনা। এটি তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানেও স্বর্ণপদক জয় করে আবারও নিজেকে সেরা প্রমাণিত করলেন বারাসতের গৌরব। বাংলার ছেলের এমন সাফল্যে খুশি পরিবার,প্রতিবেশীরা-সহ জেলার ক্রীড়া মহল।
advertisement
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana News: সামান্য শখ থেকে সেরার শিরোপা, বারাসতের গৌরব-ই এখন ভারতের গর্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement