অবরোধকারীদের দাবি, রবিবার থেকে মানবাজারের চল্লার মোড়ে একটি জায়গায় অনবরত জল বেরোতে দেখা যাচ্ছিল। সেই জল সরাসরি চাষের জমিতে জমা হচ্ছে। জাইকা জল প্রকল্পের আধিকারিকদের ফোন মারফত বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। আর তাতেই জমিতে কেটে রাখা পাকা ধানের ক্ষতি হয়। এর পরেই শুরু হয় অবরোধ। পাশাপাশি তারা রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি নিয়েও অভিযোগ করেন।
advertisement
এ বিষয়ে অবরোধকারীরা বলেন, এই জলে তাদের জমিতে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। কেটে রাখা পাকা ধান নষ্ট হয়েছে। সেই কারণেই তারা এই অবরোধ শুরু করেছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়া হলে তারা অবরোধ তুলে নেবেন। এ দিনের অবরোধের জেরে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। এই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থলে আসে জাইকা জল প্রকল্পের আধিকারিকেরা। তারা ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলান চাষিরা। আর চাষের সেই জমির ফসল যদি নষ্ট হয়ে যায় তখনই মাথায় হাত পড়ে তাদের। আর তাতেই হয় এই বিক্ষোভ। যদিও বর্তমানে পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।





