TRENDING:

Purulia: জাইকা প্রকল্পের পাইপলাইনের জলে পাকা ধানে পচন! প্রতিবাদে পথ অবরোধ চাষিদের, ছুটে এলেন আধিকারিকেরা

Last Updated:

Purulia: কেটে রাখা ধান নষ্ট হচ্ছে পাইপের জলে। রাগে ক্ষোভে মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কের চল্লার মোড়ে পথ অবরোধে বসেন চাষিরা। বাধ্য হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জাইকা জল প্রকল্পের আধিকারিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পাইপলাইনের জলে কাটা ধান নষ্ট হয়ে গেল চাষিদের। আর তাতেই রাগে ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মানবাজারের বীরসিংডি গ্রামের বাসিন্দারা। মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কের চল্লার মোড়ে পথ অবরোধ শুরু হয় তাদের। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।
advertisement

অবরোধকারীদের দাবি, রবিবার থেকে মানবাজারের চল্লার মোড়ে একটি জায়গায় অনবরত জল বেরোতে দেখা যাচ্ছিল। সেই জল সরাসরি চাষের জমিতে জমা হচ্ছে। জাইকা জল প্রকল্পের আধিকারিকদের ফোন মারফত বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। আর তাতেই জমিতে কেটে রাখা পাকা ধানের ক্ষতি হয়। এর পরেই শুরু হয় অবরোধ। পাশাপাশি তারা রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি নিয়েও অভিযোগ করেন।

advertisement

আরও পড়ুনঃ এক হাতে মদের বোতল অন্য হাতে স্টিয়ারিং! নেশায় চুর হয়ে স্কুল গেটে থামল গাড়ি, হুগলি ব্রাঞ্চ স্কুলের সামনে চাঞ্চল্য

এ বিষয়ে অবরোধকারীরা বলেন, এই জলে তাদের জমিতে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। কেটে রাখা পাকা ধান নষ্ট হয়েছে। সেই কারণেই তারা এই অবরোধ শুরু করেছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়া হলে তারা অবরোধ তুলে নেবেন। এ দিনের অবরোধের জেরে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। ‌ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। এই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জাইকা প্রকল্পের পাইপলাইনের জলে পাকা ধানে পচন! প্রতিবাদে পথ অবরোধ চাষিদের
আরও দেখুন

ঘটনাস্থলে আসে জাইকা জল প্রকল্পের আধিকারিকেরা। তারা ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলান চাষিরা। আর চাষের সেই জমির ফসল যদি নষ্ট হয়ে যায় তখনই মাথায় হাত পড়ে তাদের। আর তাতেই হয় এই বিক্ষোভ। যদিও বর্তমানে পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: জাইকা প্রকল্পের পাইপলাইনের জলে পাকা ধানে পচন! প্রতিবাদে পথ অবরোধ চাষিদের, ছুটে এলেন আধিকারিকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল