আরও পড়ুন: ছয় মাসেই গায়েব হবে গঙ্গাসাগর মেলার বিপুল বর্জ্য! কিভাবে জানুন
সাইকেলে চেপে সুন্দরবনের বসিরহাট, ঝড়খালি, গোসাবা থেকে ডায়মন্ডহারবার হয়ে বকখালি পর্যটন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে নামখানায় পৌঁছেছে শুভদীপ। শুভদীপের সাইকেলে উড়ছে জাতীয় পতাকা। বিভিন্ন জায়গায় রাত্রি যাপনের জন্য সাইকেলের পেছনে বাঁধা রয়েছে অতি প্রয়োজনীয় সামান্য কিছু সামগ্রী। সাইকেলে চেপেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা ভ্রমণ করতে চায় শুভদীপ। শুভদীপ জানান, পেট্রোল ও ডিজেলের ব্যাবহারে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংসের কারণে পরিবেশ তার ভারসাম্যতা হারাচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেজন্য পরিবেশের ভারসাম্যতা রক্ষা করতে এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে দিতে এই সাইকেল যাত্রা করছেন তিনি। তিনি আরও জানিয়েছেন সাইকেল চালালে সকলের গড় আয়ু বাড়বে। বাঁচা যাবে বেশিদিন। শুভদীপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
নবাব মল্লিক