TRENDING:

Less Rain Paddy Seed: কম বৃষ্টিতেও দুর্দান্ত ফলন হবে ধানের!

Last Updated:

Less Rain Paddy Seed: বৃষ্টির দেখা সেভাবে না মিললেও পুরুলিয়া জেলা কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদের ধানের বীজ বিতরণ করা হয়েছে। এগুলো খরা প্রবণ ধান বীজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টি হচ্ছে না জেলা পুরুলিয়াতেও। অথচ প্রতিবছরই এই সময়টাতেই ধানের বীজ বপন করেন চাষিরা। তাই কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদের বীজ বিতরণ করা হয়ে থাকে এই সময়টায়। যদিও এরই মধ্যে এক দুর্দান্ত পথ দেখাচ্ছে কৃষি দফতর। এবার কম বৃষ্টিতেও হবে দুর্দান্ত ধন চাষ।
advertisement

বৃষ্টির দেখা সেভাবে না মিললেও পুরুলিয়া জেলা কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদের ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বাঘমুন্ডি ব্লক সহ কৃষি অধিকর্তার উদ্যোগে ধানবীজ বিতরণ কর্মসূচি পালিত হয়। জানা গিয়েছে, এই ব্লকের মাঠা অঞ্চলের পোঁড়া, বান্দুডি ও চাউনিয়া গ্রামের প্রত্যেক কৃষককে ধান বীজ বিতরণ করা হয়েছে।

আর‌ও পড়ুন: প্রত্যন্ত গ্রামে তৈরি পোশাক পাড়ি দিচ্ছে বিদেশে, হাল ফিরেছে তাঁতিদের

advertisement

এইদিন বাঘমুন্ডি সহ কৃষি অধিকর্তার অফিসের সামনেই এই বীজ বিতরণ কর্মসূচি পালন করা হয়। ব্লক সহ কৃষি অধিকর্তা অঙ্কিত কুমার ঘোরাই কৃষকদের হাতে ধানবীজ তুলে দেন।‌ জানান, আগামীদিনে কৃষকদের বিনামূল্যে কৃষিজ যন্ত্রপাতি প্রদান করবে কৃষি দফতর। তিনি আরও বলেন, ধানের যে বীজ কৃষকদের বিতরণ করা হয়েছে সেগুলো মূলত খরা প্রবণ বীজ ফলে বৃষ্টি কম হলেও দিব্যি ফসল উৎপন্ন হবে।

advertisement

বৃষ্টি কম হলেও এই বীজের মাধ্যমে ফলন যথেষ্ট ভাল হয়। তাই কৃষকেরা যাতে ভালোভাবে ধান উত্তোলন করতে পারেন, সেই চিন্তা করেই এই বীজ প্রদান করা হয়েছে। এতে স্বল্পবৃষ্টিতেও কৃষকেরা ধান চাষ করতে পারবেন। এই বীজ পেয়ে খুশি কৃষকেরা। এতে তাদের অনেকটাই উপকার হবে। কৃষি দফতরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Less Rain Paddy Seed: কম বৃষ্টিতেও দুর্দান্ত ফলন হবে ধানের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল