মাঠের ধান মাঠেই নষ্ট হতে চলেছে এমনই আশংকাতেই রয়েছেন তারা। যদিও কৃষি দফতর থেকে চাষিদের আশ্বাস দেওয়া হয়েছে সমস্ত রকম সহযোগিতা করার। জেলা কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে , এই অসময়ে বৃষ্টির জেরে বহু ফসলনষ্ট হয়ে গিয়েছে। কেউ , কেউ ধান কেটে বাড়িতে নিয়ে গেলেও তা রক্ষা করতে পারেনি। জমিতে যে ধান পড়েরয়েছে সেই ধানে কোথাও , কোথাও অঙ্কুর দেখা দিয়েছে।
advertisement
জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ফসলের অবস্থা দেখতে নেমেছেন প্রতিনিধিরা। কৃষি অধিকারিরা পুরুলিয়া দুই নম্বর ব্লকের মনিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে যান , সেখাকার পরিস্থিতি খতিয়ে দেখেন।এ বিষয়ে কৃষি আধিকারিক সজল পতি বলেন , এই বৃষ্টির কারণে জেলার বিভিন্ন প্রান্তে কৃষকদের অনেকটাই ক্ষতি হয়েছে। পুরুলিয়া দু নম্বর ব্লকের কৃষকদের বহু ক্ষতি হয়েছে। প্রায় ৬৫ শতাংশ ধানের ক্ষতি হয়েছে এখানকার কৃষকদের।
অনেকেরই ধান কাটা অবস্থায় জমিতে পড়েছিল বৃষ্টির ফলে সেই ধান এক প্রকার নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত রিপোর্ট রাজ্য সরকার ও বীমা সংস্থাকেও পাঠানো হয়েছে। এ বিষয়ে এক কৃষক বলেন , এই বৃষ্টির ফলে তার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। ধানে অঙ্কুর বেরিয়ে গিয়েছে। ধার দেনা করে সে জমিতে চাষ করেছিল। সরকার থেকে যদি আর্থিক সহায়তা না পাওয়া যায় তাহলে বিপাকে পড়তে হবে তাকে।
পুরুলিয়া জেলায় চাষের কাজ সেইভাবে হয় না বললেই চলে। যদিও কিছু জায়গায় চাষের কাজ হয় সেই সব জমিগুলি বেশিরভাগই এক ফসলি। তার আকস্মিক এই বৃষ্টির ফলে অনেকখানি ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকেরা। চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে।
শর্মিষ্ঠা ব্যানার্জি