আরও পড়ুনঃ প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহায্য করল না পুলিশই, রাগে ফেটে পড়ল জনজোয়ার
নির্যাতিতা মহিলার অভিযোগ, তাঁকে দেখে কটুক্তি করতে থাকে ধৃত ব্যক্তি। রাত হয়ে যাওয়ায় মিছিল থেকে মা ও মাসীকে বাড়ি নিয়ে যেতে, বাইক নিয়ে এসেছিল মহিলার ছেলে। মা-মাসিকে কটুক্তি করছে দেখে প্রতিবাদ করে ছেলে। অভিযোগ সেই সময় রাস্তার মধ্যেই তাঁদের উপর আক্রমণ করে ওই মদ্যপ ব্যক্তি, ওই পরিস্থিতিতে মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ছেলেও। মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় ও শ্লীলতাহানি করার চেষ্টা করে অভিযুক্ত। যুবকের জামাও টেনে ছিঁড়ে দেওয়া হয়। মহিলার চিৎকার শুনে আশেপাশের এলাকাবাসীরা-সহ প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া লোকজন ছুটে আসেন। এরপরই ওই মদ্যপ ব্যক্তিকে ধরে ফেলে তাঁরা। তাঁদের সঙ্গেও একপ্রকার ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে ফোন করা হয় বারাসাত থানার পুলিশকে। এরপরই ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছে ওই মদ্যপ ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
advertisement
আরও পড়ুনঃ ঋতুপর্ণাকে ‘গো ব্যাক’ স্লোগান শ্যামবাজারে! গাড়ির কাচে ধাক্কা! বিক্ষোভের মুখে মিমিও
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাসাতের ওই এলাকায়। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান নির্যাতিতা মহিলারা। গোটা ঘটনার লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাত থানায়। আহত ছেলেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। এমন ঘটনা রাতে জেলা সদর শহর বারাসাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও তুলে দিল বড় প্রশ্ন চিহ্ন।
Rudra Narayan Roy