নির্যাতিতার মা জানালেন, ‘‘আজকে যারা ডাক্তার পড়ছে সে ছেলেই হোক বা মেয়ে এটা বিচার করা উচিত নয়। মেয়েরা ১২ ঘণ্টা ডিউটি করবে, ছেলেরা ২৪ ঘন্টা ডিউটি করবে- এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে। এটা তো একটা বৈষম্য আনা হচ্ছে, এটা কেন করা হবে? এই বিলকে আমি কোনওভাবেই সমর্থন করি না।’’
advertisement
নির্যাতিতার বাবার কথায়, ‘‘ছেলেরা বেশি কাজ করবেন কিন্তু মেয়েরা ১২ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। আজকে যদি কোন মেয়ের রাতে ইন্টারভিউ দরকার হয়, তবে তারা কি যাবে না? সেক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে তাদের বাড়িতে বসে থাকতে হবে। আর এর মাধ্যমে ছেলে-মেয়ের বৈষম্য দেখিয়ে দিচ্ছেন এটা তো সরকারের অক্ষমতা।’’
তাদের অভিমত ‘‘মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দুর্নীতিকে সামনে আনতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকম দুর্নীতি না করত তবে তাদের মেয়েকে এভাবে প্রাণ হারাতে হত না। স্বাস্থ্য দফতর কেন সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করছেন? জুনিয়র ডাক্তাররা গোলাপ ফুল হাতে নিয়ে লালবাজার অভিযানে নেমেছিল কিন্তু প্রায় ২৪-২৫ ঘন্টা রাস্তায় বসিয়ে রাখা হয়েছে তা খুবই কষ্টদায়ক বলে মনে হয়েছে। অবশেষে ছাত্ররা যে লালবাজারে যেতে পেরেছেন, পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পেরেছেন ও তাদের দাবি পত্র দিতে পেরেছেন এটাতে তাদের নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করি। আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা ছাত্রদের পাশে আছি।’’
আরও পড়ুন: কলকাতা থেকে ‘চোখের পলকেই’ সিকিম! উড়বে বিমান, পুজোর মুখেই বড় উদ্যোগ ইন্ডিগোর
আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেফতার এবং তাকে আট দিনের সিবিআই হেফাজতে নির্দেশ নিয়ে নির্যাতিতার বাবা-মা বলেন এটা আমাদের বিষয় নয় তাকে দুর্নীতি মামলা গ্রেফতার করা হয়েছে। আমার মেয়ের কেসে উনি ধরা পড়েননি। আমরা আশা করছি এই ঘটনায় সিবিআই যে তদন্ত করছে তার একটা সফলতা আসবে।
আগামীকাল বুধবার আরজিকরের ছাত্র আন্দোলনে পরিবারের সদস্যরা যোগ দেবেন বলেও জানা নির্যাতিতার বাবা-মা। তবে পরিবারের কোনও সদস্য সেখানে থাকবেন তা পরিষ্কার করে বলেননি তারা।
সুবীর দে