Kolkata Metro: যাত্রীদের জন‍্য বড় সুখবর! ব্লু লাইনে বাড়ল মেট্রো, কখন পাবেন বাড়তি পরিষেবা? কবে থেকে শুরু? এখনই জানুন

Last Updated:

Kolkata Metro Services Increasing: মেট্রো যাত্রীদের জন‍্য বড় সুখবর। আরও বাড়ানো হল পরিষেবা। ব্লু লাইনে (নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর) দুটি বাড়তি মেট্রো চালানো হবে বলেই জানাা গিয়েছে রেল সূত্রে।

যাত্রীদের জন‍্য বড় সুখবর! ব্লু লাইনে বাড়ল মেট্রো, কখন পাবেন বাড়তি পরিষেবা? কবে থেকে শুরু? এখনই জানুন
যাত্রীদের জন‍্য বড় সুখবর! ব্লু লাইনে বাড়ল মেট্রো, কখন পাবেন বাড়তি পরিষেবা? কবে থেকে শুরু? এখনই জানুন
কলকাতা: মেট্রো যাত্রীদের জন‍্য বড় সুখবর। আরও বাড়ানো হল পরিষেবা। ব্লু লাইনে (নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর) দুটি বাড়তি মেট্রো চালানো হবে বলেই জানাা গিয়েছে রেল সূত্রে।
সকালের দিকেই দক্ষিনেশ্বর থেকে আরও একটি বাড়তি মেট্রো চলবে। পাশাপাশি, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকেও একটি বাড়তি মেট্রো চালানো হবে বলেই জানান হয়েছে, কলকাতা মেট্রো কতৃপক্ষের তরফে জানান হয়েছে। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হবে এই নয়া পরিষেবা।
advertisement
advertisement
রেল সূত্রে খবর, এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্র। সপ্তাহান্তে, শনি ও রবিবার এই পরিষেবা পাওয়া যাবে না। এখন থেকে সোম থেকে শুক্র ২৮৮-এর জায়গায় সপ্তাহ জুড়ে ২৯০ টি ট্রেন চলবে। এর মধ‍্যে আপ অভিমুখে চলবে ১৪৫ টি মেট্রো। এবং ডাউন অভিমুখে চলবে ১৪৫ টি মেট্রো। এর আগে ১৪৪ টি মেট্রো চলত।
advertisement
১) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা ৫৪ মিনিট।
এই দুটি বাড়তি মেট্রো চলবে বলেই জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: যাত্রীদের জন‍্য বড় সুখবর! ব্লু লাইনে বাড়ল মেট্রো, কখন পাবেন বাড়তি পরিষেবা? কবে থেকে শুরু? এখনই জানুন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement